সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আমার দেশে

তানজিনা আঁখি
  ১১ জুন ২০২৩, ০০:০০

আমার দেশে বধূর বেশে আছে শতেক নদী

ঘোমটা খুলে, ঘোমটা তুলে চলছে নীরবধি।

নদীর জলে পদ্মফুলে নাচে তালে তালে

পাখি ডাকে পাতার ফাঁকে বসে গাছের ডালে।

আমার দেশে জৈষ্ঠ্য মাসে কাঁঠাল, লিচু পাকে

কিষান, মাঝি, কামার, কাজি স্বপ্ন মনে আঁকে।

বর্ষাকালে খালে-বিলে পানি করে খেলা

সূর্য ওঠে, শাপলা ফোটে বসে রঙিন মেলা।

আমার দেশে সুরে ভাসে রাখাল, বাউল, তাঁতী

কান্না-হাসি বারোমাসই তাদের জীবন সাথী।

সন্ধ্যা নামে, আলো থামে, শেয়াল ডাকে রাতে

জোনাকপোকা, ছোট্টখোকা খেলায় তখন মাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে