সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মেঘের মেয়ের সাথে আড়ি

সুব্রত চৌধুরী
  ১৬ জুলাই ২০২৩, ০০:০০

আকাশ জুড়ে মেঘের মেয়ে যখন খেলায় মেতে

তখন খুকু ভাবছে বসে শীতল পাটি পেতে।

মেঘের মেয়ে দেখতে কেমন কোথা যে তার বাস?

কেমনে কাটে মেঘের মেয়ের সারাটা দিন- মাস?

মেঘের মেয়ের চুলটি কেমন? রং কী কালো গায়ের?

ভেসে ভেসে কাটায় যে দিন, খায় কী বকা মায়ের?

আবোল তাবোল ভাবতে গিয়ে যায় যে বেলা চলে

হঠাৎ দেখে মেঘের মেয়ে ঢুকছে খিড়কি গলে।

খুকুর তখন কী যে মজা উঠলো খুশে মেতে

সখীর সঙ্গে গল্পে মাতে মেঝেয় মাদুর পেতে।

বন্ধু হওয়ার অফার করে ওঠায় দাবি জোর

বন্ধু হলে থাকবে খোলা খুকুর ঘরের দোর।

তোমার সাথে মেঘের ভেলায় যাব উড়ে উড়ে

বিশ্ব জুড়ে ঘুরব আমি যাব অনেক দূরে।

মেঘের মেয়ে মাথা নেড়ে দেয় যে তাকে সায়

মনের সুখে খুকু নাচে ঘুঙুর বাঁধা পা'য়।

হঠাৎ খুকুর ঘুম ভেঙে যায় গুড়ুম গুড়ুম বাজে

মেঘের মেয়ে গেল কোথায় এদিক ওদিক খোঁজে।

বুক ফেটে তার কান্না আসে মন হয়ে যায় ভারী

আকাশ পানে দেখে খুকু তার সাথে দেয় আড়ি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে