সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

খোকার পায়ে বেড়ি

আহসানুল হক
  ০৬ আগস্ট ২০২৩, ০০:০০

বিকেল বেলায় সূর্য যখন

কামরাঙা রঙ সাজে

খোকার বুকে ছুটির ঘণ্টা

ঝন ঝনা ঝং বাজে!

বকের সারি দূর দিগন্তে

দেয় কীভাবে পাড়ি

খোকারও তো সাধ জাগে খুব

দেখতে মেঘের শাড়ি!

কিন্তু, খোকার নেই তো উপায়

খোকার পায়ে বেড়ি

মা যে শাসায় :'হয়নি পড়া

শেষ করো শিগগিরই!'

খোকার আছে অনেক বারণ,

কারণ-

সকাল বেলায় ইশকুল যে তার

বিকাল হলে টিচার

ছকবাঁধা এই জীবন-যাপন

ভালস্নাগে কি আর?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে