সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রুপোর সাঁকো

সুবর্ণা দাশ মুনমুন
  ০৬ আগস্ট ২০২৩, ০০:০০

হাটের কাছে রুপোর সাঁকো

পেরোয় জলের মেয়ে

হরেক মেঘের পসরা যখন

পড়ছে কোচর বেয়ে।

ঝাঁকায় ঝাঁকায় পসরা পাতে

মেঘের বাটি, গেলাস

চিকনি চামন মেঘের চামচ

এমন ফাস্টো কেলাস।

ফুলতোলা মেঘ দিয়ে গড়া

নানান ফুলের সাঁঝি

এক টাকাতে বিকরি দিতে

জলের মেয়ে রাজি।

কিন্তু হঠাৎ মেঘের নোলক,

কাজল মেঘার ঝুড়ি

দিনদুপুরে চুরি গেল

ধুত্তুরি ধুত্তুরি।

একটু দূরেই ছুটল হাওয়া

ঝাপসা হলো দৃষ্টি

চুরি যাওয়া মেঘ কী তবে

নামল হয়ে বৃষ্টি?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে