সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পরিদের দল ও মুচি

অনুবাদক : সাইদুল হাসান
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অনেক দিন আগে এক মুচি ও তার স্ত্রী টাকা-পয়সার অভাবে খুবই দুঃসহ জীবনযাপন করছিল। তারা নানারকম প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে করতে হাঁপিয়ে যায়। সব সময় অভাব-অনাটন সংসারে লেগেই থাকে। তাছাড়া বেশি পরিমাণ জুতা বানানোর জন্য তাদের কাছে যথেষ্ট পরিমাণ চামড়া ছিল না। তাদের কাছে মাত্র এক টুকরো চামড়া ছিল- যা দিয়ে সর্বোচ্চ এক জোড়া জুতা বানিয়ে বাজারে বিক্রি করা যাবে। চামড়া শেষ হয়ে যাবে ভেবে তাদের চিন্তার কূল নেই। পরদিন সকালে ঘুম ভাঙার পর তারা একদম অবাক হয়ে যায় একটি দৃশ্য দেখে। তারা দেখল ঘরে খুবই সুন্দর এক জোড়া জুতা বানানো আছে।

তারা এই সুন্দর এক জোড়া জুতা বাজারে বিক্রি করে অনেক টাকা পেল এবং সে টাকা দিয়ে তারা বেশি পরিমাণে চামড়া কিনল। কিন্তু পরদিন একই ঘটনা আবারও ঘটল। তারা ঘুম থেকে উঠে দেখে টেবিলের উপর এক জোড়া জুতা রাখা আছে। তারা একদম হতভম্ব হয়ে যায় প্রতিদিন এখানে জুতা আসে কোত্থেকে! সবকিছু ভেবে এবার সিদ্ধান্ত নিল যে এই জুতা কে বানিয়ে এখানে রাখে তা দেখবে। তারা দেখে আনন্দিত হলো যে পরিরা তাদের জুতা বানিয়ে সহযোগিতা করছে। এভাবে প্রতিদিন পরিরা জুতা বানিয়ে ঘরের এখানে সেখানে রেখে দেয় আর তা বাজারে বিক্রি করে মুচি ও তার স্ত্রী সুখে

\হশান্তিতে দিন পার করতে থাকল। তারা এভাবে অনেক লাভবান হতে থাকে এবং তাদের আর্থিক অবস্থা একদম পাল্টে যায়। তাদের সংসারে আর অভাব অনাটন ছিল না। (জার্মানি

\হরূপকথা)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে