সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হারিয়ে যাওয়ার

আনোয়ারুল হক নূরী
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

নীল আকাশে পাখি হারায়

আমি হারাই মন।

বাঁশি হারায় সুরের লহর

সুর তোলে যে ক্ষণ।

ঝর্না হারায় নদীর কোলে

ঢেউয়ের পাহাড় গড়ে।

চাঁদ হারানো জোছনা জ্বলে

জোনাক পিঠে চড়ে।

আটকে থাকার দেহ নাটাই

টান দেয় বারে বারে।

আটকানো এই মন পাখিটি

দুঃখ বোঝায় কারে?

ওই যে উছল নদীর সঙ্গে

চোখের জলের বাসর।

গন্ধরাজের গন্ধ ছুঁয়ে

বসছে মনের আসর।

হারিয়ে যায় চঞ্চলা মন

কাজল মেঘের কাছে।

হারিয়ে যাওয়ার আনন্দে তাই

মনটা আমার নাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে