বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাংলা বর্ণমালা

স. ম. শামসুল আলম
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
বাংলা বর্ণমালা

বাংলা বর্ণমালার আদলে গাছে গাছে ফোটে ফুল।

কাশফুলে সাদা হয়ে যায় দেখি পদ্মার দু'টি কূল।

সূর্যকিরণে নদীর পানিও করে চিকচিক চিক।

মাঠের ফসল দুলে দুলে ওঠে পাতা কাঁপে ঠিক ঠিক।

বাংলা বর্ণমালার আদলে শিশির মাখায় ঘাস।

বনবনানীর কত আনন্দ নেচে ওঠে চারপাশ।

রাতের জোছনা রূপো মেখে দেয় খোকা ও খুকুর মুখ।

ভোরের আলোয় মন ভরে নিয়ে লতাপাতা পায় সুখ।

বাংলা বর্ণমালার আদলে হাসিতে মায়ের ঠোঁট।

পাখিদের কলতানে সব পাখি নিজেরাই বাঁধে জোট।

ভ্রমরের মুখে গুনগুন স্বরে জেগে ওঠে জয়গান।

প্রজাপতি রঙ-রঙ পাখনায় মেলে ধরে সম্মান।

আঁধারেও ফুটে হৃদয়ের তারা দেশটা করে উজালা।

একটি কারণ : আমাদের আছে বাংলা বর্ণমালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে