শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশিয়ানীতে শিক্ষকদের সম্মাননা

মো. নিজামুল আলম মোরাদ
  ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

গোপালগঞ্জের কাশিয়ানীতে জেজেডি ফ্রেন্ডস ফোরাম ও সমমনা শিক্ষক সমাজের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষদের সম্মাননা দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকালে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সম্মাননা জানানো হয়।

কাশিয়ানী প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলার নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়, অফিসার ইনচার্জ মো. মাসুদ রায়হান, কাশিয়ানী ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, কাশিয়ানী প্রেস ক্লাবের সভাপতি ও ফ্রেন্ডস ফোরামের সভাপতি আলহাজ মুনশী ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরাফত হোসেন লাবলু, দপ্তর সম্পাদক খন্দকার মো. শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোল্যা খালিদ হোসেন লেবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাতি মো. আনোয়ার হোসেন আনু।

সমমনা শিক্ষক সমাজের সভাপতি আলহাজ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, মো. করম আলী শিকদার, কাশয়ানী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেন, প্রেস ক্লাবের কোষাধক্ষ্য মো. তাইজুল ইসলাম টিটন, সাংবাদিক শহিদুল আলম মুন্না, সমমনা শিক্ষক সমাজের অর্থ সম্পাদক শেখ মো. নূর মোহাম্মদ, ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. সুলতানূল আলম খান, সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মোল্যা আবুল বসার, শিক্ষক চিত্ত রঞ্জন কুন্ডু, সহকারী অধ্যাপক কাজী মো. ফিরোজ আহমেদ, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সিজু, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মো. হাবিবুর রহমান হানিফ, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান দুলাল।

আনুষ্ঠানিকভাবে সংগঠন দুইটি উপজেলা এলাকার মোট বারোজন শিক্ষককে এ সংবর্ধনা দেয়। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর আলম, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোল্যা আবুল বসার, কাশিয়ানী জি.সি পাইলট বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক চিত্ত রঞ্জন কুন্ডু, ব্যাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আব্দুল অদুত, বাথানডাংগা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শিব প্রসাদ বিশ্বাস, বাথানডাংগা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ ওহাব মিয়া, নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. পোষণ আলী খান, বাগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এ এস এম মহসিন, জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. মজিবর রহান, এম এ খালেক ডিগ্রি কলেজের অধ্যাপক মো. মিজানুর রহমান, পিংগলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক প্রভাষক মো. মজিবর রহমান শিকদার, মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ মো. রওশন আলী মিয়া।

উপদেষ্টা, জেজেডি ফ্রেন্ডস ফোরম

কাশিয়ানী, গোপালগঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে