সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বর্ষার অনুরাগ

খাদিজা আক্তার রিয়া
  ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

জানালার পাশে বসে তাকিয়ে আছি দূরে

আজও ঝমঝমিয়ে বর্ষা নেমেছে প্রান্তরে;

আমার দৃষ্টি বুনে চলেছে অতীতের মায়া

সুপারির মতো চোখও যেন শ্রাবণ-মাতাল।

প্রকৃতি আজও ভেজা, পরিপাটি, নিস্তব্ধ...

আজ স্মৃতি ফুঁড়ে ভেসে উঠছে সেদিনের কথা,

বর্ষা অসম্ভব প্রিয় তোমার; হাতে হাত রেখে

ভিজতে চাইতে আর গুনগুনিয়ে গাইতে--

'আজি শ্রাবণের আমন্ত্রণে দুয়ার খুলে...'

আজও সবকিছু আগের মতো, নিস্তব্ধ, নিথর

আছে দূরের প্রান্তর আর শ্রাবণের কলরোল

শুধু বর্ষার অনুরাগ মেখে সময়ের দুই প্রান্তে

ঝুলে আছি-- তুমি আর আমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে