রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

হেমন্তের আগমনী বার্তা

আব্দুস সালাম
  ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ধানক্ষেতগুলো বয়সের ভারে নু্যব্জ;

হিমেল সমীরণে

শীন শীন সুর তোলে ধানের মঞ্জুরী।

ধানক্ষেতের সোনারূপ সুখ-স্বপ্নের আল্পনা আঁকে

কৃষাণ-কৃষাণীর স্বপ্নের আঙিনায়;

উঁকি দেয় নবান্নের উৎসব।

রূপালি চাঁদের আলোয় পসরা বসে রূপকথা গল্পের

সবুজ ঘাসের বুকে ঠাঁই নেওয়া রাতের কান্না

রবির আলোয় রং ছড়ায়;

গাছের ডালে পাতার ফাঁকে লুকোচুরি খেলে

কামরাঙা ও চালতা।

গন্ধরাজ, মলিস্নকা, অশোক আর কামিনীর সুবাসে

লজ্জা পেয়ে মাথা নুইয়ে রাখে কাশফুলেরা;

গাঁদা আর সরষে ক্ষেতের হলুদের বন্যায়

সিক্ত মৌমাছির নেমন্তনই আজ জানান দেয়

হেমন্তের আগমনী বার্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে