মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কটিয়াদী ফ্রেন্ডস ফোরামের শুভেচ্ছা শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ

মাসুম পাঠান
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মাইনুর রহমানসহ ফ্রেন্ডস ফোরামের বন্ধু ও শিক্ষার্থীরা

নতুন বইয়ের গন্ধ যেন একটা অন্য রকম ভালো লাগার অনুভূতি হয়। বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই-এ যেন অন্যরকম এক আনন্দমেলা। শিক্ষার্থীদের কারও হাতে নতুন বই, কারও হাতে বেলুন, কারও হাতে জরির ফিতা। সবাই নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে আনন্দে উচ্ছ্বসিত। এই আনন্দকে আরও উচ্ছ্ব্বসিত করতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সোমবার ১ জানুয়ারি সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা এক আলোচনা সভার আয়োজন করে। দৈনিক যায়যায়দিন কটিয়াদী উপজেলা প্রতিনিধি ও উপজেলা ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মাসুম পাঠান সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,  উপজেলা সমাজসেবা অফিসার মাইনুর  রহমান মনির, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনল হক আরিফ,  উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিরুল হক, উপজেলা ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, কটিয়াদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাউদ্দিন ভূইয়া সবুজ, ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, ফ্রেন্ডস ফোরামের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সংস্কৃতি শিক্ষক আবু নাঈম সহ অসংখ্য শিক্ষার্থী। আলোচনা শেষে ফুলের মতো শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা। সবশেষে সবাই ফটোসেশনে অংশ নেন।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম কটিয়াদী, কিশোরগঞ্জ।

০১৭১৩৪৭৬৪১৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে