সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মধু কবির দ্বিশতবর্ষে আলোচনা সভা পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া

মো. শরিফুল আলম
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা ফটোসেশনে

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভাধর কবি। আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করে বাংলা কাব্যে বৈপস্নবিক পরিবর্তন সূচিত করেন। গত ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার মধুকবির জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়ার ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং কবিতা পাঠের আয়োজন করে। এছাড়াও কবির জন্ম ও পরিচয়, শিক্ষাজীবন, কর্মজীবন ও সাহিত্যকর্ম ভিত্তিক পোস্টার প্রদর্শন করা হয়। ফোরামের যুগ্ম সম্পাদক মো. শরিফুল আলম উনিশ শতকে বাংলার নবজাগরণের ইতিহাসে অবিস্মরণীয় ভূমিকা পালনে কবির অবদান, ছন্দ, পয়ার, বাংলা ভাষায় প্রথম মহাকাব্য, মাতৃভূমির প্রতি কবির গভীর ভালোবাসা ও আবেগ ইত্যাদি বিষয়ে বন্ধুদের ধারণা দেন। তিনি বলেন, কবির সমগ্র জীবন ছিল অত্যন্ত ঘটনাবহুল ও নাটকীয়। ইংরেজি সাহিত্যের প্রতি তার ছিল তীব্র অনুরাগ। বাংলা সাহিত্যে তিনিই প্রথম সনেট রচনা করেন। আলোচনা শেষে খবির উপক্রম, বঙ্গভাষা, কপোতাক্ষ নদ কবিতা আবৃত্তি করে শোনানো হয়। সবশেষে ফটোশেসন করা হয়। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মীম, মৌ, আফরিন, রাইসা, পুষ্প, আল আমিন, সাফিন, তামিম, তৌসিফ, রিহাদ, নিশাত, অহনা, তুলনা, তিনা, নুরাণী, অপর্ণা, মিথিলা, রোহিনী, মাইশা, আনিকা, স্বর্ণ, সামিয়া, সামিহা, সিনথিয়া, রাফিয়া, ইউসুফ, মুয়াজ, তপু, সালমান, অর্নব, মাহি, ফুয়াদ, তীর্থ, তামিম, ফাহিম, আয়শা, নাফিউল, আফিফা, আকিব, আয়েশা, তাজিম, কিংসুক প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক

ফ্রেন্ডস ফোরাম, পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে