বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ঝিনাইদহে সাড়ে তিন কেজি স্বর্ণসহ দুই ভাই আটক 

ঝিনাইদহ প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১১:২২
ছবি-যায়যায়দিন

ঝিনাইদহের মহেশপুর থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ দুই ভাইকে আটক করেছে ৫৮-বিজিবি। রোববার দুপুর আড়াইটার দিকে মহেশপুর উপজেলার নগরবন্নী থেকে তাদের আটক করা হয়। আটক দুই ভাই জুয়েল রানা (২৭) এবং সুমন (২৩) সীমান্তবর্তী সুন্দরপুর গ্রামের বদিয়ার মন্ডলের ছেলে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক এইচএম সালাহউদ্দিন চৌধুরী জানান, বিজিবি’র কাছে তথ্য আসে দুই চোরাকারবারী মহেশপুর শহর এলাকা থেকে নগরবন্নী এলাকা হয়ে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাবে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে। এ তথ্যের ভিত্তিতে নগরবন্নী এলাকায় অবস্থান নেয় বিজিবি। সেসময় সীমান্তের দিকে আসা একটি মোটরসাইকেল সন্দেহজনক অবস্থায় গতিরোধ করে জুয়েল রানা ও সুমনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক দেহ তল্লাসী করে ৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৫৫৮ গ্রাম।

যার বর্তমান বাজারমুল্য ৩ কোটি ৩২ লক্ষ ৪৯ হাজার ৪৮৫ টাকা। তাদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

রোববার দিবাগত রাতে ৫৮-বিজিবি এক মেইল বার্তায় এ তথ্য জানায়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে