রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইফতার সামগ্রী বিতরণে প্রস্তুতি সভা ফটিকছড়ি বন্ধুদের মানবিক উদ্যোগ

মোহাম্মদ জিপন উদ্দিন
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
ফটিকছড়িতে প্রস্তুতি সভায় বন্ধুরা

ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ির উদ্যোগে রমজান মাসে গরিব দুঃখীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। কখন, কবে, কোথায় বিতরণ এবং কীভাবে অর্থ সংগ্রহ করা হবে সে বিষয় নিয়ে আলোচনা শেষে একটি সিদ্ধান্তে উপনীত হয়। সিদ্বান্তগুলো হলো- আগামী ১২ রমজান, ২৩ মার্চ বাদ যোহর বিবিরহাট এম আলম টাওয়ার থেকে ইফতার সামগ্রী বণ্টন করা প্রস্তুতি নেওয়া হবে। এর আগে ১০০ গরিব দুঃখী পরিবারের তালিকা করে টোকেন পৌঁছে দেওয়া হবে। টোকেন অনুযায়ী ইফতার সামগ্রী বণ্টন করা হবে। প্রতি প্যাকেট খরচ হবে প্রায় ৯০০ টাকা। প্যাকেটে যা যা থাকবে : ছোলাবুট, সয়াবিন তৈল, চিনি, চিড়া, খেজুর, খেশারি ডাল, সেমাই, নুডলস ও আলু।

ফোরামের বন্ধুরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অর্থ সহযোগিতা করবেন বলে মত প্রকাশ করেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ চৌধুরী ৫ হাজার এবং সদস্য মো. এনামুল হক ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রম্নতি দিয়েছেন। ঐদিন বাদ যোহর ইফতার সামগ্রী বিতরণের পর সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হবে।

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ি, চট্টগ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে