শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে কাজ করতে পারবে বিদেশি ল' ফার্ম এবং আইনজীবীরা

আইন ও বিচার ডেস্ক
  ২১ মার্চ ২০২৩, ০০:০০

বিদেশি আইনজীবী এবং ল' চেম্বারগুলোকে ভারতে কাজ করার ছাড়পত্র দিতে সক্রিয় হয়েছে বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)। বিসিআইয়ের তরফে জানানো হয়েছে বিদেশি আইনজীবী এবং ল' ফার্মগুলো যাতে ভারতে কাজ করতে পারে, সেই উদ্দেশ্যে দ্রম্নত প্রয়োজনীয় বিধি কার্যকর করা হবে। এই উদ্দেশ্যে ইতোমধ্যেই 'বার কাউন্সিল অব ইন্ডিয়া রুলস ফর রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন ফর ফরেন লইয়ার্স অ্যান্ড ফরেন ল' ফার্মস ইন ইন্ডিয়া-২০২২' বিধি চালু করতে সক্রিয় হয়েছে বলে বিসিআই জানিয়েছে।

বিদেশি আইনজীবী এবং ল' ফার্মগুলো ভারতে কাজ করার সুযোগ পেলে ভারতীয় আইনজীবী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো পেশাগত প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানিয়েছে বিসিআই। সংস্থার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'একটি সীমাবদ্ধ এবং সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে দরজা খোলা হলে এ পদক্ষেপ ভারতকে কোনো অসুবিধার মুখে ফেলবে না।' বরং প্রাথমিকভাবে মোকদ্দমাবিহীন আইনি পরামর্শ সংক্রান্ত বিষয়গুলোতে এবং আন্তর্জাতিক সালিশি মামলাগুলোর ক্ষেত্রে দেশ উপকৃত হবে বলেই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে