শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বকেয়া কথার ফিরিস্তি

রহমান মুজিব
  ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

এ জলন্দর বুক শুধু লুপ্ত প্রেমের মহাভারত, স্মৃতির ঘড়ি

অন্ধ আবেগে এখানে অচেনা অতীত টিকটিক করে

সুঁতোকাটা ঘুড়িমন- সেও চায় মেঘপাখির ডানা

দুটি বিসর্গ চোখ আর নদীর যৌথ সন্ধির সংগম

ঘনীভূত হলে সাত সমুদ্রের কটা স্বাদে ভেসে যায়

বকেয়া কথার কলরব, অমীমাংসিত থাকে

বসন্তের ফুল ফোঁটা প্রমিত প্রহর

কী কথা ছিল পাপেটের ভাষায়, কার প্রযত্নে

সার্কাস তাঁবুর করতালিতে ভিজে জীবন হাঁটে

পূর্ণিমার পথে, চায় আদর খসা উত্তাপ, কে জানে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে