সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম

চঞ্চল শাহরিয়ার
  ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

কেউ অপেক্ষায় নেই। তবু এই পথচলা। এই দুরন্ত আবেগ বুকে নিয়ে ছুটে যাই আন্দরকিলস্নায়। ফোন দিয়ে বলি- আসো মেয়ে, প্রেম করি। পাহাড়ে পাহাড়ে লিখে দেই খুনসুটিমাখা ভোর। আগ্রাবাদের সন্ধ্যার গল্প।

হলুদ বরণ মেয়ে অভিমানী সুরে বলে- যাব না, যাব না কৃষ্ণ। তুমি খুব খারাপ খারাপ। নন্দন কাননে গিয়ে তুমি মেতে ওঠো রাধাদের নিয়ে। আমি এইসব বুঝি। আমি আর যাব না, যাব না।

কেউ অপেক্ষায় নেই। চট্টগ্রাম শহর তবু আলোর রোশনীতে ঝকমক করে খুব। বৌদ্ধ বিহার ছেড়ে, আসকার দীঘির জলের সাথে কথা বলি একা একা। তারপর জিইসি মোড়। শীতের রোদ্দুর অকারণ স্বপ্ন মেখে দেয় এই আমারই চোখ মুখে।

কি আশ্চর্য ব্যাপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে