সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আতশ-জয়ধ্বনি

মাসুমা ডেইজী
  ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

বোঝাতে পারিনি তাকে,

উপলব্ধিতে ছিল অগুনতি সরলতা।

মেঘের ঘর্ষণ যদি অদৃশ্য হয়

বিদু্যতের ঝলক কেন অদৃশ্য নয়।

ফুল তো সকল ঋতুতে ফোটে

মৌমাছি কেন মধু সঞ্চয় করে।

সমুদ্রের গর্জনে কেন এতো আকুতি

গাঙচিলের ডানায় কেন শূন্যতার হাহাকার।

কবিতা কেন মোহিত করে মন

ফুলের গন্ধে কেন এতো মত্ততা।

চাঁদের জোছনায় কেন এত চমক।

শীত কাতর মন কেন খোঁজে উষ্ণতা

ঘুম কাতর চোখ কেন খোঁজে রাত।

অনুভব পুলক সঞ্চয় করে কেন

কেন মনের দুয়ারে দাঁড়িয়ে স্পর্শ চায়।

তোমার উচ্ছ্বাস প্রকাশে তারুণ্যের ঢেউ

কেঁপে ওঠে বুক অদৃশ্য স্রোতে ভাঙে হৃদয়ের পাড়,

অনিচ্ছায় সরে যায় কাঁটাতারের ব্যারিকেড।

জোয়ারের তোড়ে ভেসে যায় কাদামাটির কাব্য,

পস্নাবিত হয় প্রেমিকার অবাক জনপদ।

তোমার হৃদয় স্পন্দন টের পাই,

টের পাই তোমার হৃদয়ের আতশ-জয়ধ্বনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে