সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পাহাড়ের খোঁজে

সোমা মুৎসুদ্দী
  ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

কোনো এক পাহাড়কে খুঁজতে এসে আমি হারিয়ে গেলাম

পড়শি মেঘ আসেনিতো খোঁজ নিতে।

তাই অভিমানে নদীর কাছে গিয়ে জলের গান শুনি

বড়ো কষ্ট তার বুকে, ঠিক যেন আমার মতোই

তবুও বিশাল ওই আকাশটা আমার ছাদ,

মাটি আমার বিছানা, জানি একদিন ঠিক খুঁজে খুঁজে

বাড়ি ফেরা হবে আমার দু'চোখের বৃষ্টি নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে