সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সেই মানুষটি মুজিব ছিল

দুলাল সরকার
  ২৮ জুলাই ২০২৩, ০০:০০

তোমার মনে এমন একটা স্বপ্ন ছিল

তোমার মনে এমন একটা আকাশ ছিল

সেই আকাশে এমন একটা সূর্য ছিল

অনেক তারা, নক্ষত্র দীপ, নীহারিকা

আলোয় ভরা হৃদয় ছিল... সেই আলোতে

কাটল আঁধার, ছিঁড়ল বেড়ি

পায়ের পাতার...ডাকল পাখি

নদীর জোয়ার কুলকুলকুল ধ্বনির প্রসার;

সেই মানুষটি মুজিব ছিল,

তার হাতে এক বাঁশি ছিল

বাঁশিটি খুব বেজে ছিল, সেই বাঁশিতে

জেগেছিল, ঐক্যবদ্ধ হয়েছিল

যুদ্ধ নেশায় পাগল

একটি সময় ছিল, একটি জাতি;

হ্যামিলনের বংশীবাদক

বাঁশির সুরে জাদু ছিল...মুজিব তখন

ডেকেছিল, তার ডাকে কি জাদু ছিল!

জাদুকরটি নেইকো তো আর

বাঁশিটি পরে কেঁদেছিল

মুজিববিহীন বাঁশিটি আর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে