সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বেদনার প্রণোদনা

জাকির আজাদ
  ২৮ জুলাই ২০২৩, ০০:০০

জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রে আমাকে দুষিয়ে,

নাও তুমি কড়াই গন্ডায় লোভের লাভ পুষিয়ে

তোমার তৃষিত প্রতিক্ষারত প্রাণ যাক জুড়িয়ে

আমি না হয় বাঁচব পথের সব জঞ্জাল কুড়িয়ে।

সব লেনদেন সম্পর্ক এবং যোগাযোগ চুকিয়ে,

আমি না হয় থাকব এই সমাজ থেকে লুকিয়ে

তাবত দুর্নাম-নিন্দা দাও আমার দিকে ছুটিয়ে

তীব্র ক্ষোভে শত অভিযোগে পড়ব না লুটিয়ে।

লজ্জা অপমানে দেব না নাম প্রাণ থেকে তুলিয়ে,

স্মৃতির অস্তিত্বে দেব স্নেহ বাৎসল্যে হাত বুলিয়ে

বুকের ভেতর জমিনে বিরহ পীড়ন বুনিয়ে

তোমাকে যাব তোষামুদের সুরেলা গান শুনিয়ে।

দিন-রাতগুলো যন্ত্রণার ফলায় যাক কুপিয়ে,

প্রহরে প্রহরে বেদনা রোদন করুক ফুঁপিয়ে

আমার চিৎকারে তোমার বিবেক থাকুক ঘুমিয়ে

তবু মুখর থাকব ফেলে যাওয়া চিহ্ন চুমিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে