সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দখল

মিজান মনির
  ২৮ জুলাই ২০২৩, ০০:০০

উষ্ণ হৃদয় হিমজল ভালোবাসে

মেঘ হয়ে ওঠা হয়নি আদৌ

অতৃপ্ত শোকে লাল গোলাপ দিয়েছ মিশে-

নির্বাক, নিরুপায়- মন উচাটন পারি না বলতে বিনিময় কথা

নাড়ির পিছুটানে ঠিকানা বরাবর ছুটে চলা-

ইট-পাথরের শহরে, পালায় সময়ের স্রোত আপন নিয়মে

কতটুকু পথ এইভাবে হাঁটা যায়!

কানামাছি, বউচি ও ডাঙ্গুলির কথা হয়নি বলা-

নাটাই হাতে বিকেলবেলার ঘুড়ির কথা

কী এক অপছায়ায় পালিয়ে গেছে ওসব!

দখল-মুদ্রায় যাচ্ছে ভরে ঐতিহ্যের গরব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে