সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পাতাবাহার

ফেরদৌস জান্নাতুল
  ২৮ জুলাই ২০২৩, ০০:০০

পাখির পালক উড়ে এসে বসল কোলে,

হাত বাড়াতেই উড়াল দিল ফের-

পরিত্রাণের পথে যেতে যেতে হয়তো আবার

পথ ভুলে মত ভুলে মিশে যাবে আকাশে।

হাত বাড়ালেই লাল নীল পাতাবাহার

পর্দা ঘেঁষা রোদের প্রচ্ছদ,

পালকহারা পাখির অদ্ভুত চাহনি।

এই পথে পথ ভুলে আসে বেনামি পাখিরা

দূরের গৃহ থেকে ভেসে আসে শঙ্খধ্বনি, সুরের মূর্ছনা।

অন্তঃপুর একটি গভীর খাদ

পাখিরা এখানে গভীরতা মাপে

পাতাবাহারের লাল নীল ক্যানভাসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে