শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বস্তুগত জগতে ব্যক্তিগত ভিখারি

শাহিন আলম
  ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
বস্তুগত জগতে ব্যক্তিগত ভিখারি

তোমার কাছে ভিখারি হয়ে থাকতে চাই

এই যে ভালোবেসে কাছে ডাকছ

ছুঁয়ে দিচ্ছ হাত

দক্ষিণে বিছিয়ে পায়ের আঙুল উরুতে রাখছ মাথা

এ রকম মুঠো মুঠো সুখ ভিক্ষা চাই আমার।

তুমি বলতে পার-

এই ভালোবাসাকে ভিক্ষা কেন বলছি?

ওটা আমার অধিকার।

আমি বলব-

প্রেমিকমাত্রই জানে, নত হওয়ার মর্যাদা কতটা বেশি।

সবখানে জিতে যাওয়া ভালো নয়

মাঝে মধ্যে পরাজয়ের আনন্দ বড় হয়ে ওঠে

বোকাসোকা অনুভূতি আহ্লাদ হয়ে ঝরলে

সময়ের ব্যবধানে উপভোগ্য হয়ে ওঠে সময়।

এই বস্তুগত জগতে ব্যক্তিগত ভিখারি আমি

তোমার মানচিত্রের পাঠ নিয়ে

কাটাতে চাই সাধের মানব জনম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে