শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শীতের ছোঁয়া

আলমগীর খোরশেদ
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
শীতের ছোঁয়া

শীতের হিমেল ছোঁয়া

কুয়াশার চাদর মুড়িয়ে ঘুমায়

পোয়াতি সময়,

আমি শূন্য হই ক্ষণে ক্ষণে

তুমিও নীরব গুটিয়ে নিয়ে

মুচকি হেসে কাছে আসে

আমার একাকিত্ব,

দূর থেকে দাঁত বের করে হাসে

এক জীবনের ব্যর্থতা,

রক্ত সম্পর্কজন পর হয়

স্বার্থের গেলাসে চুমুক দিয়ে,

বসন্তের মৃতু্যতে থাকে শুধু

শীতের ছোঁয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে