সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বোধের সীমান্ত

রেজাউদ্দিন স্টালিন
  ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

বিরহে কতটা বুক পুড়ে যায়

দুঃখে কতটা পোড়ে,

জুলেখা জানতো লেখা আছে সব

সময়ের হাড়গোড়ে।

কীর্তিনাশার অনুতাপ নেই

ঘাতকের নেই দয়া,

মাৎস্যন্যায় সব কালে ছিল

কাঁধে তার মহালয়া।

মৃত গাধা নিয়ে বসে থাকে যিশু

কান্নার ভাষা নেই,

ক্রুশের ডগায় শুয়ে আছে সেতো

মানুষের জন্যই।

যে কিশোরী দেয় রংধনু রোজ

উপহার পৃথিবীকে,

তার প্রেমে এই সংসার আজো

হয়তো রয়েছে টিকে।

প্রেমিকের কোনো দল নেই

আছে বৃক্ষের শুভ বোধ,

বীরগণ কেউ নেয়নি কখনো

ভালোবেসে প্রতিশোধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে