সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মরা পাতার ঘুম

ফারুক আফিনদী
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শীতের শেষ বাতাস

বনের ঠান্ডা বিছানায়

শুয়ে আছে

মরা পাতা

বদলেছে ভাষা, চিরঘুমের মতো গান-

রঙ ভুলে আছে

ঘন ছায়ার তলে

খানে খানে রোদফুল ফোটে

বসন্তের মায়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে