সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মৃণাল হওয়ার বন

সাব্বির আহমাদ
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০

ঘুণে খাওয়া দেহ এলে আছে খাটে।

বিস্তৃত হাওয়ার প্রবাহে ভাসে দুপুরের মিহি রোদ।

পুরানা দিনের সব গান কানে কানে বাজে রোজ।

কুন্ডলি পাকানো প্রেমিকার চিঠি

জ্বলে স্মৃতির দহনে।

জানালায় ছেয়ে আছে বিষাদ নামের ছাপ।

প্রজাপতির ডানা চুরি করে;

\হকে পুড়িয়েছে এই ঘোর লাগা সন্ধ্যার আকাশে?

নষ্ট ফুলের পরাগ মেখে আছে চারিদিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে