শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আমার স্বাধীনতা

পঞ্চানন মলিস্নক
  ২২ মার্চ ২০২৪, ০০:০০
আমার স্বাধীনতা

যখন হঠাৎই সঙ্গী হলো বয়সি মাঠের সরু পথ,

তখন দেখি ছাতিম শাখে ডাহুক নীড়ে

মৃদু দুলছে আমার স্বাধীনতা।

বকচরের বিল, সরস্বতী দিদির সম্ভ্রম আর

পঙ্গু মফিজের রক্তে লেপ্টানো-

সবুজ ঘাসে যেন কাঁপন লেগেছে।

ওখানে সময়গুলো স্বাধীনতার নেশায় ডোবায়;

বেড়ে যায় কাঁঠাল পাতায় নকশা আঁকা জীবন।

তখন হঠাৎই ডাক দিয়ে যাই

পাড়ার দর্জিওয়ালার কাছে।

স্বাধীনতার গানে ভিজিয়ে প্রাণ;

মাথায় গামছা বেঁধে পতাকা উড়াতে যাব

কাজল ডাঙা মাঠে,

যেখানে ফুটেছে হলুদ কুমড়ো ফুল

আমার স্বাধীনতার দিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে