শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণপরিবহণ নারীর জন্য এক বিষফোড়া

মো. সাইফুল ইসলাম মাসুম
  ২৬ জুলাই ২০২১, ০০:০০

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গামী ছাত্রীরা কিংবা কর্মজীবী নারীরা স্ব স্ব কর্মক্ষেত্রে যাওয়ার জন্য যেসব গণপরিবহণ ব্যবহার করেন তা তাদের জন্য বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। বাস্তব অভিজ্ঞতা ও চোখে দেখা অসহ্য ভোগান্তি দেখে তাই-ই মনে হয়েছে।

একদিন সকালে অফিসে যাচ্ছি ঢাকা থেকে বাসে উঠলাম, পাবলিক বাস ওই বাসেই পরবর্তী স্টপেজে ৪-৫ জন মেডিকেল ছাত্রী উঠল। তারা ইউনিফর্ম/অ্যাপ্রোন পরা। একটা সিটও বাসে খালি নেই। এদের সবাই দাঁড়িয়ে রইল। কি একটা দুরবস্থা। বাসে শুরু হলো চাপাচাপি।

আমি দাঁড়িয়ে একজনকে সিট দিলাম, তাদের প্রত্যেকের কাঁধে ব্যাগ, এভাবে আরও চারজন যদি দাঁড়িয়ে তাদের সিট দিত তাহলে তো আর কোনো সমস্যা থাকত না। নির্বিকার যৌন নিপীড়নের শিকার হতে হতো না ওইসব মেয়েদের। দাঁড়িয়ে থাকা মেয়েদের পেয়ে বাসে দাঁড়িয়ে থাকা অন্য পুরুষ যাত্রীদের মধ্যে একটা উৎসব উৎসব ভাব ফুটে উঠল। সবার মধ্যে কেমন যেন একটা পুলক অনুভূতি। মনে হয় যেন ক্ষুধার্ত হায়েনারা হঠাৎ পেয়েছে হরিণ শাবক। লিউপার্ডরা এবার বেশ ক্ষেপে উঠেছে, ক্ষেপাটে লিউপার্ডদের কে রুখবে? বাস চলছে গাড়ি এদিক-ওদিক হেলছে-দুলছে আর বারবার মেয়েগুলোর উপরে হেলিয়ে-দুলিয়ে পড়ছে পুরুষগুলো। হঠাৎ করেই বাসের সব পুরুষ কেমন যেন ব্যস্ত হয়ে উঠল। আর অসহায় বাচ্চা মেয়েরা কোনোরকমে নিজের আব্রম্ন রক্ষা করে নিজেদের গন্তব্যে বাস আসার আগেই ঠিক পরের স্টপেজে নেমে পড়ে। কিন্তু তাতেই বা কি লাভ। অন্য কোনো বাসেই তো উঠতে হবে, আর এমনই তো হবে। আহারে নারী জীবনের অসহায়ত্ব! আমারও বোন আছে, ইউনিভার্সিটিতে পড়ে। ব্যাংকে চাকরি করে। পাবলিক বাসে চড়ে ভার্সিটিতে যায়, কর্মস্থলে যায়। বাঙালি সমাজে কি অদ্ভুত এক বাজে ব্যাপার-গণপরিবহণে নারীর হয়রানি।

বাংলাদেশের গণপরিবহণ খাতকে বলা হয় একটি সেবামূলক খাত। কিন্তু আসলেই কি তা? নানা কারণে এখন আর গণপরিবহণ সেবামূলক খাত হিসেবে নেই। এখন তা পরিণত হয়েছে গণভোগান্তি হিসেবে, বিশেষ করে নারীদের জন্য। প্রতিদিন সকালে উঠে বিভিন্ন বাস স্টপেজের সামনে দাঁড়ালে যেসব ভয়াবহ ও বীভৎস চিত্র দেখতে পাই, তা নিঃসন্দেহে ভীতিকর।

আমাদের অজ্ঞ ও নির্বোধ চিন্তার মানসিকতা, আমাদের সেকেলে ও ঘুমন্ত সমাজ ব্যবস্থা, জনগণের অসচেতনতা, নারীর প্রতি অবহেলা, আইনের শৈথিল্য, অসামঞ্জস্যপূর্ণ রাষ্ট্রনীতি, পুরুষ যাত্রীদের স্বৈরাচারী মনোভাব, নারীর প্রতি ত্যাগ, শ্রদ্ধাশীলতার অভাব, গণপরিবহণে নারীদের ভোগান্তি ও লাঞ্ছনার জন্য প্রধানত দায়ী।

একটি স্কুলছাত্রী থেকে শুরু করে মধ্যবয়স্ক কর্মজীবী নারী পর্যন্ত কেউই যেন নিরাপদ নয়। বাসযাত্রী থেকে ড্রাইভার, কনট্রাক্টর, হেলপার পর্যন্ত প্রতিটি পুরুষই যেন নারীর প্রতি নন-কোঅপারেটিভ। পুরুষদের ভূমিকা যেন হায়েনার মতো। প্রায়ই দেখা যায় বাসের হেলপাররা বাসে ওঠানো-নামানোর সময় নারীদের কোমরে-পিঠে ধাক্কা দেয়, যখন প্রয়োজন নেই তখনও। সুস্থ, সক্ষম নারীকেও ধাক্কা দিতে ভুল করে না বাসের হেলপার, 'অবলা' নারী মুখ বুজে সহ্য করে এসব হাজারো নির্যাতন, কথা বলে না লোকলজ্জার ভয়ে। গাড়িতে চেঁচিয়ে ওঠে না। বাঙালি নারীর চিরচেনা এই লাজুকতাকে পুঁজি করেই হিংস্র হায়েনার মতো নেশায় মেতে উঠেছে সহস্র পুরুষ। বাসে যখন সিট থাকে না তখন দাঁড়িয়ে থাকা নারীদের গা ঘেঁষে দাঁড়ায় আমাদের তথাকথিত সভ্য সমাজের এক ধরনের বিকৃত মানসিকতার সব বয়সি পুরুষ। কি যুবক, কি বৃদ্ধ, বাদ যায় না কেউ-ই।

পুরুষদের সামনে কোনো বৃদ্ধ মা, কোলের বাচ্চাসহ তরুণী মা, শিশু বাচ্চাসহ যুবতী মা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সন্তান কিংবা ছোটবোনতুল্য কোনো কিশোরীও যদি বেকায়দায় দাঁড়িয়ে থাকে তবুও কেউ কেউ উঠে দাঁড়িয়ে তাদের সিট স্যাক্রিফাইজ করে না, কেউ তাদের সম্মান জানায় না। কন্যাসন্তানতুল্য স্কুলছাত্রী ভীষণ ভারী স্কুলব্যাগটা নিয়ে দাঁড়িয়ে থাকলেও কেউ তাদের বসতে দেয় না। তাছাড়া নানা কায়দায় যৌননিপীড়ন তো আছেই। পুরুষের কামুক চোখের লোলুপ চাহনীর নিপীড়নটাই তো মারাত্মকভাবে অসহনীয়।

নারীদের ওপর একের পর এক যৌন নিপীড়ন চলছেই। এত এত ঘটনা প্রতিদিন এই দেশে ঘটে যাচ্ছে তার যৎসামান্যই প্রকাশ পাচ্ছে। প্রতিদিন আমরা যা দেখি তার এক-দশমাংশও প্রকাশ পায় না। শুধু পাবলিক বাসগুলোতে যে নিপীড়নের ঘটনা ঘটে তা নিয়ে এক উপাখ্যান লেখা যাবে। আমরা লিখতে চাই না, আমরা চাই প্রতিকার। নারীরা, বিশেষ করে নারীর শ্লীলতাহানি ও যৌন হয়রানির ঘটনা যেন আর কোনো লেখকের লেখনীর উপজীব্য না হয়। শ্রদ্ধা ভালোবাসায় বিনির্মিত হোক মাতৃতুল্য মায়ের জাতি নারীর জীবন। শুধু বিত্তবান নারীরা যাদের নিজস্ব গাড়ি আছে তারা হয়তো এই ভোগান্তির শিকার হন না, কিংবা দেখেনও না। কিন্তু এই রকম নারীর সংখ্যা নগণ্য।

গণপরিবহণে নারীদের এই ভোগান্তির জন্য আমরা সবাই কোনো না কোনোভাবে দায়ী। বাসের চালক, কনট্রাক্টর ও হেলপাররা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিপীড়ন করছে সব সময়ই, মোটামুটি সব গণপরিবহণেই। আর সেই সঙ্গে একই বাসের ভেতর যাত্রীবেশে আমরা ভদ্রতার মুখোশধারী অসভ্য পুরুষরাও করছি অদৃশ্য হয়রানি। নারীদের জন্য পর্যাপ্ত সংখ্যক স্পেশাল বাস সার্ভিস চালু করতে পারত সরকার। প্রতিটা বাসে নারীদের জন্য সংরক্ষিত সিটের সংখ্যা আরও বাড়াতে পারত। সরকারি পৃষ্ঠপোষকতায় আরও অনেক কিছুই সম্ভব। বড় বাসগুলোতে নারীদের জন্য সংরক্ষিত প্রবেশদ্বার রাখা, নারীদের জন্য আলাদা বাস স্টপেজ রাখা ইত্যাদি ইত্যাদি।

আমরা নিজেরাই নিজ নিজ অঙ্গনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারি। 'আমার সামনে অন্তত কোনো নারীর মযার্দাহানি হতে দেবো না। আমার চোখের সামনে কোনো নারীকে লাঞ্ছিত হতে দেবো না, আর যেন কোনো নারী পাবলিক বাসে লাঞ্ছিত না হয়। আমাদের সামনে যেন কোনো নারী বাসে দাঁড়িয়ে না থাকে। কোনো নারীর সঙ্গে কোনো পুরুষ যেন গা ঘেঁষে না দাঁড়ায়- এই প্রতিজ্ঞায় মুষ্ঠিবদ্ধ হই।

(লেখক : ব্যাংকার ও প্রাবন্ধিক)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে