শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

ফেসবুক মালিকানাধীন মেসেজিং পস্নাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এ ফিচারের মাধ্যমে কনট্যাক্টের কাউকে কোনো ভিডিও পাঠানোর আগে সেটি মিউট করা যাবে।

ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে 'মিউট ভিডিও' নামের এই ফিচারটি। বেটা সংস্করণের মাধ্যমে ফিচারটির পরীক্ষা চালাচ্ছে ও গ্রাহকদের থেকে ফিডব্যাক নিচ্ছে। আর এ পরীক্ষা শেষ হলে সবার জন্য উন্মুক্ত হবে ফিচারটি।

যখন কেউ ভিডিও শেয়ার করতে যাবেন তার আগে মিউট ভিডিও ফিচারে ক্লিক করলে সেটি ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হবে। এ ছাড়া ব্যবহারকারী পুরো ভিডিও মিউট করতে না চাইলে নির্ধারিত অংশের ভিডিও মিউট করারও সুবিধা পাবেন। টেক্সট, এডিটসহ অন্য ফিচারগুলো আগের মতোই থাকছে। এ ছাড়া সম্প্রতি জানা গেছে, হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইসে সেবাটি ব্যবহার করার সুবিধা আনছে। এ বিষয়ে এখনো পরীক্ষা চালাচ্ছে ফেসবুকের মালিকানাধীন কোম্পানিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে