রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নৌ উইং ক্যাম্পিং চ্যাম্পিয়ন চট্টগ্রাম ফ্লোটিলা

মোহাম্মাদ মারুফ মজুমদার
  ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

দেশের ক্রান্তিলগ্নে দেশরক্ষার ব্রতে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির আধাসামরিক স্বেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়। যার মূলমন্ত্রই হলো- 'জ্ঞান ও শৃঙ্খলা'। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ শাখা কর্তৃক আয়োজিত ছয়দিনব্যাপী (০৪-০৯ ফেব্রম্নয়ারি) নৌ উইং ক্যাম্পিং ২০২২-২৩-এর টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়নের তকমা মাখায় চট্টগ্রাম ফ্লোটিলা। ড্রিল (অস্ত্রসহ প্যারেড), ভলিবল, ফায়ারিং, কালচারাল সেকশনে ভরপুর ছিল এবারের উইং ক্যাম্পিং। যার প্রত্যেকটা ক্যাটাগরিতে তিন ফ্লোটিলার (ঢাকা, চট্টগ্রাম, খুলনা) মধ্যে চট্টগ্রাম ফ্লোটিলার পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। সবিশেষ, কালচারাল সেকশনে প্রথম স্থান অর্জন, ড্রিল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পথ ধরে এনে দেয় কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি।

শুরু থেকে যদি বলি বিএনসিসি নৌ শাখারা তিন ফ্লোটিলার বার্ষিক ক্যাম্পিং হিসেবে উইং ক্যাম্প সবিশেষ উলেস্নখযোগ্য। যেখানে ফ্লোটিলা ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি শৃঙ্খলাবদ্ধতা, একতা, সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক, মানবহিতৈষী সম্পন্ন হিসেবে গড়ে তুলতে প্রতিযোগীপূর্ণতার স্বরূপ উইং ক্যাম্পের আয়োজন করা হয়। সেখান থেকে টানা দ্বিতীয়বারে চ্যাম্পিয়ন হওয়াটা কোনোক্রমে সহজসাধ্য ছিল না। প্রথম দিন থেকে অস্ত্রসহ প্যারেড প্রশিক্ষণ। যদিও প্রশিক্ষণের দিনগুলো সহজসাধ্য ছিল না, প্রতিটি ক্যাডেট লক্ষ্যার্জনে কাঠপোড়া রোদকে উপেক্ষা করে অস্ত্র প্রশিক্ষণ নেয়। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরক্ষণেই সব কষ্ট যেন জলীয়বাষ্পের মতো আকাশে মিশে যায়। দেশকে বহির্শত্রম্ন থেকে রক্ষা এবং শত্রম্ন মোকাবেলা করতে ক্যাডেটদের ফায়ারিং প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া, সুস্থ সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ফলে আয়োজন করা হয় ভলিবলের। একজন ক্যাডেটকে সুস্থ-সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে কালচারাল সেকশন রাখা হয়, যেখানে বাঙালির বৈচিত্র্যময় সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে নাচ, গান, কবিতা, অভিনয় করা হয়। এভাবে পাঁচদিন অতিবাহিত হওয়ার পর ষষ্ঠ দিনে তথা সমাপনী দিনে সর্বদিক বিবেচনাপূর্বক বেস্ট ফ্লোটিলা হিসেবে ঘোষণা করা হয় আগের বারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম ফ্লোটিলাকে। এ ছাড়া বেস্ট ক্যাডেট ফিমেল ক্যাটাগরিতে নির্বাচিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার, সাদিয়া ফাতেমা মীম। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করে চট্টগ্রাম ফ্লোটিলাকে নেতৃত্ব দিয়েছেন। তবে এতসব অর্জনের নেপথ্যে চট্টগ্রাম ফ্লোটিলার অধিনায়ক লে. জামিলুর রহমান, এক্স বিএন স্যারের কথা ও উপস্থিতি ছিল প্রতিটি ক্যাডেটের জন্য অনুপ্রেরণা; যার দেওয়া দিকনির্দেশনা অনুসরণ করে চট্টগ্রাম ফ্লোটিলা চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। এ ছাড়া সামরিক প্রশিক্ষক হিসেবে ছিলেন পিও নুরুজ্জামান ভুঁইয়া ও সিপিও রফিকুল ইসলাম স্যার। যারা সার্বক্ষণিক ক্যাডেটদের প্রশিক্ষণ দিয়ে উজ্জীবিত করেছেন। জ্ঞান, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবীমূলক কর্ম তৎপরতায় পর্যবসিত হয়ে আগামীর নৌ উইং ক্যাম্পের হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় মনোবলে ইস্পাত কঠিন হোক চট্টগ্রাম ফ্লোটিলা- সেই প্রত্যাশা রইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে