শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

মিশা-জায়েদকে মামলার হুমকি আলমগীরের

ম তারার মেলা রিপোর্ট

আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার কনভেনশন সেন্টারে আয়োজিত কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি পর্বে উপস্থিত হয়েছিলেন সিনিয়র চলচ্চিত্রাভিনেতা আলমগীর। এখানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে মিশা-জায়েদকে চ্যালেঞ্জ করে আলমগীর বলেন, '১৮৪ জন ভোটার বাতিলের রেজুলিউশনটা আমাকে দেখাও। সেখানে আমার স্বাক্ষর আছে, আমি জড়িত আছি এটা প্রমাণ করতে পারলে আমি কথা দিলাম তোমাদের প্যানেলকে ভোট দেব। আর যদি প্রমাণ না দিতে পার তবে আমি তোমাদের নামে আইনি ব্যবস্থা নেব? ফারুক ভাই, সোহেল রানা ভাই, উজ্জ্বল ভাই যদি আমার সঙ্গে নাও আসেন, আমি একাই তোমাদের নামে ফৌজদারি মামলা করব।'

তিনি মিশা-জায়েদকে উদ্দেশ্য করে আলমগীর আরও বলেন, 'মিথ্যার বেসাতি বন্ধ কর। আলস্নাহকে ভয় কর, নতুবা আলস্নাহই টেনে নামাবে। আমরা যারা আছি, ইন্ডাস্ট্রির গাছের মতো, আমাদের মেরে ফেলে আগায় পানি দিও না। পাতাগুলো ঝরে যাবে। অলরেডি যাচ্ছে।'

মুক্ত শিল্পা শেঠি

ম তারার মেলা ডেস্ক

১৫ বছর আগের একটি মামলা থেকে অবশেষে রেহাই পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। রাজস্থানে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বনের কারণে শিল্পা এবং হলিউড তারকা রিচার্ড গেয়ারের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনা হয়, ওই ঘটনায় দুই তারকার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। ২০০৭-এর সেই মামলাতেই অবশেষে রেহাই পেলেন শিল্পা শেঠি। অভিযোগ ছিল, জেনে বুঝে, ইচ্ছাকৃতভাবেই প্রকাশ্যে ওই ঘটনা ঘটিয়েছেন শিল্পা ও রিচার্ড। বলিউড অভিনেত্রী তখনই আদালতে আবেদন জানিয়ে বলেছিলেন, ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে তিনি সেই মুহূর্তে রিচার্ডের আচরণের প্রতিবাদ করতে পারেননি। কিন্তু তার জন্য স্রেফ কল্পনার ভিত্তিতে তাকে এই ঘটনার জন্য দায়ী করা যায় না। এই মামলা থেকে মুক্তির আবেদনও জানিয়েছিলেন তিনি। শিল্পা মুম্বাইয়ের আদালতে মামলাটি স্থানান্তরিত করার আর্জি জানালে ২০১৭ সালে সেই অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। অবশেষে আদালত জানিয়েছে, শিল্পার বিরুদ্ধে ওঠা ইচ্ছাকৃত অশ্লীলতা ভিত্তিহীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে