শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০২ জুন ২০২২, ০০:০০

ভক্তের স্বপ্ন পূরণ করলেন বুবলী

\হম তারার মেলা রিপোর্ট

বরিশালের বরগুনার তালতলী উপজেলায় টানা ১০ দিন 'প্রেম পুরাণ' সিনেমার শুটিং করে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা বুবলী। ঢাকায় ফিরে সেখানকার শুটিংয়ের কিছু ঘটনা শেয়ার করেন এই অভিনেত্রী। তিনি জানান, তালতলী স্বাস্থ্য কমপেস্নক্সে শুটিং করার সময় সেখানকার আশপাশ এলাকার অনেকেই শুটিং দেখতে আসেন। সকাল থেকে রাত অবধি ভক্তরা একটু সময়ের জন্য হলেও তার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন ও ছবি তুলেছেন। নিরাপত্তার কারণে অনেকেরই হয়তো সেই সুযোগ মিলেছে আবার অনেকেরই মিলেনি। কিন্তু শুটিংয়ে তালতলীর এক নানি ও নাতনি সামানা আক্তার তার সঙ্গে দেখা করার বিষয়টি বিশেষভাবে দৃষ্টি কাড়ে এই নায়িকার। বুবলী লক্ষ্য করছিলেন যে, নানি ও নাতনি দীর্ঘ সময় ধরে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। বুবলীও যথারীতি শুটিং করছিলেন এবং কাজের ফাঁকে নানি ও নাতনিকে ডেকে বেশ কিছুটা সময় কথা বললেন এবং ছবি তোলেন। বুবলী বলেন, 'আমার অভিনয় জীবনের সেরা মুহূর্ত ও সেরা প্রাপ্তি নানি ও সামানার সঙ্গে দেখা হওয়া।'

সেরা অভিনেতা মোশাররফ ও চঞ্চল

\হম তারার মেলা রিপোর্ট

'তাকদীর' ও 'বলি' সিরিজের জন্য চঞ্চল চৌধুরী ও 'মহানগর' সিরিজের জন্য মোশাররফ করিমকে দুই বাংলা সেরার পুরস্কার দিয়েছেন ওটিটি পস্ন্যাটফর্ম হইচই। ২০২১ সালে হইচইয়ে মুক্তিপ্রাপ্ত কনটেন্ট থেকে সেরা নির্মাতা, অভিনেতার তালিকা প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে 'ব্রেকথ্রম্ন পারফরমেন্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড' পেয়েছেন চঞ্চল ও 'সিরিজ স্টার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড' পেয়েছেন মোশাররফ। 'মহানগর' সিরিজের জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন আশফাক নিপুণ, 'মন্দার' সিরিজের জন্য সেরা পরিচালক (ভারত) নির্বাচিত হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। 'তাকদীর' সিরিজের পরিচালক সৈয়দ আহমেদ শাওকি পেয়েছেন শো-রানার অব দ্য ইয়ার (বাংলাদেশ) অ্যাওয়ার্ড। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর (পুরুষ) বাংলাদেশ পুরস্কার পেয়েছেন যৌথভাবে শ্যামল মওলা (মহানগর) এবং নাসির উদ্দিন খান (মহানগর ও বলি)। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর (নারী) বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছেন জাকিয়া বারী মম, মহানগর সিরিজে এসিপি শাহানা চরিত্রে অভিনয় করেছেন তিনি। 'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি' সিরিজে অভিনয়ের জন্য আউটস্ট্যান্ডিং ফার্স্ট অ্যাপিয়ারেন্স অন হইচই অ্যাওয়ার্ড পেয়েছেন আজমেরী হক বাঁধন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে