সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আশাহত কৃতি

জাহাঙ্গীর বিপস্নব
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

অনেক স্বপ্ন ও আশা নিয়ে ২০২৩ সালে পা রাখেন বলিউডের উঠতি তারকা কৃতি শ্যানন। অতীতের সব হতাশাকে পেছনে ফেলে নতুন করে আবার স্বপ্নে বিভোর ২৩ বছর বয়সি তরুণ এই অভিনেত্রী। চলতি বছরে বেশ কয়েকটি সিনেম মুক্তির কথা রয়েছে তার। তবে বছরের শুরুতেই তার উচ্ছ্বাসে ভাটা পড়ল। আগামী ১০ ফেব্রম্নয়ারি মুক্তির কথা ছিল এই তরুণীর নতুন ছবি 'শেহজাদা'। এরই মধ্যে সিনেমার প্রথম পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে। সিনেমাটির প্রচারণাও চালাচ্ছেন বেশ জোরেশোরেই। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে বেশ প্রত্যাশার কথাও শেয়ার করছেন প্রতিনিয়ত। কিন্তু 'পাঠান ঝড়' খানিকটা এলোমেলো করে দিল তার প্রত্যাশা। কৃতিকে হতাশায় ফেলে দিয়ে 'শেহজাদা'কে এক সপ্তাহ পিছিয়ে দিল 'পাঠান'। সিনেমাটির নির্মাতা পক্ষ থেকে জানানা হয়েছে, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'পাঠান'কে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হলো 'শেহজাদা' ছবির মুক্তির তারিখ। 'পাঠান সুনামি' এখনো বইছে বক্স অফিসে। এখন কেউই বিশেষ এই ঝড়ের সামনে পড়তে চাইছেন না। আর সে কারণেই কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ছবি 'শেহজাদা' পরিচালনা করেছেন রোহিত ধাওয়ান। এতে কৃতি শ্যাননের বিপরীতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। সিনেমাটির প্রযোজনাও করছেন কার্তিক। এতে অভিনয় করেছেন ভূষণ কুমার, আলস্নু অরবিন্দ ও অমন গিল। এছাড়া মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, রণিত রায়, সচিন খেদেকরকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। এই ছবির মাধ্যমেই প্রযোজনায় হাতেখঢ়ি হচ্ছে কার্তিকের। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেইলার। আর সেখান

থেকে এটা স্পষ্ট যে, এই ছবিতে কৃতিকে এমন একটা লুকে দেখা যাবে এই ছবিতে যা আগে কখনো দেখা যায়নি। এখানে ভরপুর অ্যাকশনসহ মজার মজার সংলাপ রয়েছে। ফলে এটা যে পুরো মশলাদার, দারুণ বিনোদনমূলক ছবি হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। এটি আদতে একটি তেলেগু ছবি 'বৈকুণ্ঠপুরামলু'র হিন্দি রিমেক।

গত বছর কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন অভিনীত 'শেহজাদা' সিনেমার নাম ঘোষণার পর থেকেই বেশ কৌতূহল তৈরি হয় দর্শকের মাঝে। যে কারণে আলস্নু অর্জুন অভিনীত এই তেলেগু সিনেমাটির কাজও শুরু হয় ঘোষণার পরপরই। হিন্দি এই রিমেকে কৃতি-আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন রনিত রায় ও মনীষা কৈরালা। গত বছরের শেষের দিকেই সিনেমাটির মুক্তির খবর জানান কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেব্রম্নয়ারিতেই সিনেমাটির মুক্তির খবর দিয়ে ভক্তদের মন ভালো করে দেন কৃতি নিজেই। সেখানে তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, 'অবশেষে প্যাকআপ। শেহজাদা বরাবরের মতো সুখ-দুঃখের অনুভূতি। তবে দুঃখের সময়গুলোও আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আমরা খুব খুশি, কারণ শিগগিরই 'শেহজাদা' আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে