সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সময় এখন কেয়া পায়েলের

সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়ার মতো করেই শোবিজে যাত্রা শুরু হয় তার। ২০১৮ সালে অনেকটা শখের বশেই একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন। ব্যস, ওই একটা বিজ্ঞাপনই সৌভাগ্য হয়ে ধরা দেয়। এরপর একে একে তাহসান, হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলদের মতো সঙ্গীতশিল্পীর গানে মডেল হয়ে প্রশংসিত হন। বছরের শেষের দিকে 'একটাই আমার তুমি' নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেন টিভি নাটকের শীর্ষ অভিনতা আফরান নিশোর বিপরীতে। এরপর শুধুই এগিয়ে চলা ও সাফল্যের গল্প। বলা হচ্ছে কেয়া পায়েলের কথা। বর্তমানে ছোটপর্দার আলো সুবর্ণ সময় পার করছেন তিনি। লিখেছেন মাসুদুর রহমান
নতুনধারা
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

নতুন বছরের প্রথম সময়ে ভিন্ন এক আবহ তৈরি হয় নাটকপাড়ায়। আসন্ন ১৪ ফেব্রম্নয়ারিকে কেন্দ্র করে বিশেষ নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনয়শিল্পীরা। বিশেষ দিবসের নাটকে বাড়তি চাহিদা থাকায় এই সময়ে ব্যস্ত হয়ে পড়েন কেয়া পায়েল। গত বছরে ভ্যালেন্টাইনে একগুচ্ছ নাটকে অভিনয় করে সাড়া ফেলেছিলেন এই অভিনেত্রী। মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় 'ডেয়ার ভ্যালেন্টাইন', জাকারিয়া সৌখিনের 'উড়ছি তোমার প্রেমে', মাহমুদ মাহিনের 'হৃদ মাঝারে'সহ আরও কয়েকটি নাটকে প্রশংসিত হয়েছিল তার অভিনয়। এবারও ভালোবাসা দিবসের নাটকে মুগ্ধতা ছড়াতে আসছেন কেয়া পায়েল। এরই মধ্যে 'বউ বোঝে না' নামের ভালোবাসা দিবসের একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। বিয়ে পরবর্তী মজার ও বিব্রতকর ঘটনা তুলে ধরা হয়েছে এ নাটকে। সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকের কেয়ার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সোহাইল রহমানের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম। কেয়া পায়েল জানান, এটি ভ্যালেন্টাইনের নাটক। ফলে রোমান্টিক বিষয়টা আছে। তবে গল্পটা বেশ আলাদা। রয়েছে দারুণ সব সাসপেন্স। তাই আগাম কিছু বলতে চাচ্ছেন না অভিনেত্রী।

টেলিভিশন পর্দায় কেয়া পায়েলের ব্যস্ততা চোখে পড়ার মতো। নিত্যনতুন কাজ করছেন নতুন নতুন গল্পের নানা চরিত্রে। একটি শেষ করতে না করতেই নিজেকে মেলে ধরছেন নতুন আরেক গল্পের চরিত্রে। একই সময়ে নাটক, টেলি ছবির চরিত্র আত্মস্থ করা অনেক কঠিনও বটে। এ নিয়ে কেয়া পায়েল বলেন, 'একই সময়ের একাধিক চরিত্র আত্মস্থ করে একের পর এক নাটক করে যাওয়া খুবই কঠিন। তাই অভিনয়ের আগে যতটা পারি চরিত্র নিয়ে ভাবার চেষ্টা করি। কেমন হতে পারে তাদের স্বভাব, চলাফেরা, সামাজিক দৃষ্টিভঙ্গি তা নিয়ে কিছুটা পড়াশোনা করি। সহশিল্পী আর পরিচালকদের সহযোগিতাও পাই অনেক।'

অভিনয়শিল্পী হিসেবে অভিনয় করাটাই মুখ্য বিষয়। পছন্দ, অপছন্দ, ভালো-মন্দ, চেনা-অচেনা এমন অসংখ্য চরিত্র করতে হয়। চরিত্রের হেরফের যাই থাকুক, অভিনয় করতে হয় মন দিয়ে। ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেক নাটকে কাজ করলেও পছন্দের গল্প ও চরিত্রে অভিনয় করার সুযোগ নিয়ে এই তারকা বলেন, 'গল্প ও চরিত্র ভালো না লাগলে অভিনয় করার ইচ্ছা হয় না। তাই যে কোনো নাটক, টেলিছবিতে কাজের আগে এ দুটি বিষয় যাচাই করে নিই। অবশ্য সব সময় পছন্দ অনুযায়ী কাজ করলেই তা ভালো হবে, এটা মনে করি না। নির্মাতাও এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন। সাধারণ গল্পও পর্দায় অসাধারণ হয়ে ওঠে নির্মাতাদের কারণে।'

অনেকে গড়পড়তা অভিনয়েও অভ্যস্থ। টিভি পর্দায় নিজেকে দেখানোটাই যেন ক্যারিয়ারের ভবিষ্যৎ। দর্শক তার অভিনয় কতটা গ্রহণ করছে সেদিকে নজর নেই। দর্শকের প্রত্যাশা পূরণ নিয়ে আলাদা করে কখনো ভাবেন কিনা জানতে চাইলে কেয়া পায়েল বলেন, 'দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয় মাথায় রেখেই কাজ করি। তারকা নয়; অভিনেত্রী হতে চাই। এ জন্য খ্যাতি বা জনপ্রিয়তাকে পুঁজি করে কখনো কিছু করতে চাই না। বরং খেয়াল রাখি, যে কাজ করছি তা সমালোচনার মুখে ফেলবে কিনা?'

নাটকে কেয়ার জয়জয়কার থাকলেও সিনেমায় দেখা নেই এই অভিনেত্রীর। অবশ্য ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ২০১৮ সালের শেষে আনিসুর রহমান মিলনের বিপরীতে 'ইন্দুবালা' সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন কেয়া পায়েল। এরপর সিনেমার জন্য আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। কিন্তু কেন? এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, 'বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন সব অভিনয়শিল্পীরই থাকে।

আমি সে রকমই স্বপ্ন দেখি। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই সিনেমায় অভিনয় করতে চাই। নাটকের কাজেই বেশি ব্যস্ত। যেজন্য সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছা নেই। তবে ক্যারিয়ারের শুরুর দিকে 'ইন্দুবালা' সিনেমায় অভিনয় করেছিলাম। তবে খুব একটা ইচ্ছা নিয়ে চলচ্চিত্রটিতে অভিনয় করা হয়নি।' কেয়া পায়েলের শোবিজের যাত্রাটা শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন দিয়ে। এরপর গানের মডেল হয়ে আলোচনায় আসেন। সাফল্য ধরা দেয় তাকে নাটকেও। টিভি নাটকে দাপিয়ে বেড়ালেও বিজ্ঞাপনে না থাকা নিয়ে এই মডেল ও অভিনেত্রী বলেন, 'অনেক দিন হলো বিজ্ঞাপন করা হচ্ছে না। আসলে নাটকে অভিনয়ের ব্যস্ততার জন্যই এখন মলেডিং করা হয়ে উঠছে না। তবে মডেলিং ছেড়ে দিয়েছি তা নয়। সময় সুযোগ হলে আবারও আমাকে দেখা যাবে নতুন বিজ্ঞাপনে।'

বর্তমান বিশ্বের বিনোদনের অন্যতম মাধ্যম ওটিটি পস্ন্যাটফরম। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও চলছে ওটিটি জয়জয়কার। অভিনয়শিল্পীরা প্রায় জনেই এখন এই মাধ্যমে কাজ করছেন। টেলিভিশন নাটক নিয়ে অধিক ব্যস্ত থাকায় ওটিটিতে সময় দিতে পারেননি কেয়া পায়েল। তবে তিনিও যুক্ত হতে যাচ্ছেন এই মাধ্যমে। এই অভিনেত্রী বলেন, 'আমার কাছেও ওটিটির অনেক প্রস্তাব এসেছে তবে ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি। অনেককে না করে দিতে হয়েছে। তবে এবার এই মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। '

অভিনয়ের পাশাপাশি সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিষয়ের ছাত্রী কেয়া পায়েল। ইচ্ছে আইনজীবী হওয়ার। তবে অভিনয় ছাড়ছেন না তিনি। ছাড়বেনই বা কেন। যার পালে সাফল্যের হাওয়া তার তো অভিনয় ছাড়ার কথাও নয়। এ নিয়ে কেয়া বলেন, 'যত দিন অভিনয়ে নিজের ও দর্শকের ভালোবাসা থাকবে, তত দিন অভিনয় চালিয়ে যাব। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন আইনজীবী হিসেবেও প্রতিষ্ঠিত করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে