সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঘরে বাইরে মাহিয়া মাহী

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মাহিয়া মাহী। রুপালি পর্দায় যার অভিষেক হয়েছিল অনেকটা জমকালোভাবেই। শুরু থেকেই নিজের আলাদা ইমেজ তৈরি করে নেন এই অগ্নিকন্যা। নিজের গস্ন্যামার ও দৈহিক সৌন্দর্য দিয়ে খুব অল্প সময়েই নজর কাড়েন দর্শক ও নির্মাতা মহলে। উপহার দেন একের পর এক ব্যবসা সফল সিনেমা। বিশেষ করে তার অভিনীত নারীকেন্দ্রিক সিনেমাগুলো বরাবরই সাফল্যই এনে দিয়েছে তাকে। তারই ধারাবাহিকতায় আগামীকাল প্রেক্ষাগৃহে 'বুবুজান' হয়ে আসছেন মাহী। এদিকে বছরজুড়ে নানাভাবে আলোচনায় থাকা এই নায়িকা সম্প্রতি নেমেছেন রাজনীতিতে। এছাড়া মা হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। এই সময়ের অধিক চর্চিত এই তারকাকে নিয়ে লিখেছেন- মাসুদুর রহমান
নতুনধারা
  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

গত বছরের শেষভাগে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'যাও পাখি বলো তারে' সিনেমা দিয়ে সিনেপর্দায় ফেরেন মাহিয়া মাহী। ব্যবসা সফল না হলেও সিনেমাটি দিয়ে বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। আগের মতোই রূপের ও অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন। সিনেমাটিতে নায়িকা হয়ে ধরা দিলেও মাহী এবার আসছেন অন্যভাবে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে 'বুবুজান'। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় মাহীকে দেখা যাবে নায়কের বোনের চরিত্রে। তবে এটি কেন্দ্রীয় চরিত্র। সিনেমার নামকরণও হয়েছে তাকে ঘিরে। নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত 'বুবুজান'-এ নায়ক শান্ত খানের বোনের চরিত্রে অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। গল্পে শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া। বুধবার 'বুবুজান'র ২৩ সেকেন্ডের টিজার মুক্তি পায়। টিজারে শান্ত খানের অ্যাকশনের পাশাপাশি এই অভিনেত্রীকে দেখা গেছে কয়েক ঝলক। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহী বলেন, 'সিনেমাটি আমি খুবই এক্সাইটেড। এটি আমার ভীষণ পছন্দের একটি সিনেমা। এই ধরনের গল্পে এরআগে কখনো অভিনয় করিনি। গল্পপ্রধান সিনেমা 'বুবুজান'। ভাই-বোনের গল্পকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শকদের উদ্দেশে বলব, শুক্রবার দলেবলে চলে আসুন সিনেমা হলে। উপভোগ করুন দারুণ গল্পের একটি সিনেমা। বিশ্বাস করি সবাই একটা ভালো কিছু নিয়ে বাসায় ফিরবেন। সুন্দর একটা ম্যাসেজ আছে সিনেমার গল্পে। সবার ভালো লাগবে।'

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত 'ভালোবাসার রঙ' সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন মাহী। ২০১৩ সালে তার পরপর তিনটি সিনেমা সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু গত কয়েক বছরে মাহী অভিনীত 'নবাব এলএলবি', 'অন্ধকার জগৎ' 'যাও পাখি বলো তারে'সহ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও ততটা সাড়া ফেলেনি। এ নিয়ে মাহী বলেন, 'সবার সব সিনেমাই ব্যবসা সফল হয় না। দেশ-বিদেশের অনেক বড় বড় শিল্পীর সিনেমা কখনো কখনো ফ্লপ করে। আমার বেলাতেও তাই হয়েছে। তবে সামনে ভালো কিছু প্রত্যাশা করছি। যে কটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করছি।'

মানহীন কাজের চেয়ে ভালোমানের কম কাজ করাকে প্রাধান্য দিয়ে আসছেন মাহিয়া মাহী। তাই নতুন কাজের অনেক প্রস্তাব পেলেও তাতে রাজি হন না তিনি। ভালো কাজের মাধ্যমে নিজেকে ধরে রাখতে চান সব সময়। এরই ধারাবাহিকতায় মাহীর দেখা মিলবে 'অফিসার', 'প্রেমের বাঁধন', 'গোলাপতলীর কাজল', 'আনন্দ অশ্রম্ন' 'নরসুন্দরী', 'আনন্দঘর' সিনেমায়। সিনেমা ছাড়াও মাহী কাজ করেছেন ওয়েব সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তিনি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন রায়হান রাফির 'অক্সিজেন'-এ। ২০২০ সালে এটি মুক্তি পায়। এতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছন মাহী। তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়। রায়হান রাফির পরিচালনায় 'দাগা' ওয়েব সিরিজে মাহী অভিনয় করেন ইয়াশ রোহানের বিপরীতে।

অভিনয় থেকে গত বছরে রাজনীতিতে নেমেছেন মাহী। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতেও আছেন তিনি। তার স্বামী রাকিব বর্তমানে গাজীপুর জেলার বাসন থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য। মাহীর নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ। সদ্য অনুষ্ঠিত 'চাঁপাইনবাবগঞ্জ-২' আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করেছিলেন এই নায়িকা। তবে মনোনয়ন না পেলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের পক্ষে কাজ করার ঘোষণা দেন মাহী।

অন্যদিকে, স্বামী সংসার নিয়ে ভালোই কাটছে মাহীর দিন। প্রথম স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহী। তাদের ঘরে আসছে নতুন অতিথি। এই নায়িকা ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহী দুই মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা এই তারকা এখন প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায়। সেই দিন সন্নিকটেই। চিকিৎসকের ধারণা, আড়াই মাস পরেই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে। প্রথমবার মা হতে চলেছেন মাহী। এজন্য নিজের প্রতি বেশ খেয়ালও রাখছেন তিনি। বাঙালি মেয়েদের মতো সন্তানের আগমে শ্বশুরবাড়ি থেকে ওঠেছেন মায়ের বাড়িতে। সন্তানের অপেক্ষায় দারুণ রোমাঞ্চ সময় কাটছে তার রাজধানীর উত্তরায় মায়ের বাড়িতে। মায়ের বাড়ি ও শ্বশুরবাড়ির সবাই বেশ যত্ন নিচ্ছেন, খেয়াল রাখছেন তার। তিনি নিজেও চিকিৎসকের দেয়া নিয়মের প্রতি অনেক সচেতন। মাহী বলেন, 'চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলছি। তিনি আমাকে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যেই সন্তান জন্ম হতে পারে। এ নিয়ে দুই পরিবারের সবাই খুব খুশি। নিজেও নিজের দিকে সব সময় খেয়াল রাখছি। আমার ভেতরে বাচ্চার অস্তিত্ব বুঝতে পারছি। মহা আনন্দের দিনের অপেক্ষা যেন আর তর সইছে না। অনাগত সন্তানকে বরণ করে নিতে মায়ের বাড়ি, শ্বশুরবাড়িতে প্রস্তুতিও চলছে।' মাহীর মা হওয়ার খবরে তার ভক্তরাও উচ্ছ্বসিত। তাদের কৌতূহল মাহীর ছেলে না মেয়ে হবে। তবে মেয়ে সন্তানই মাহীর বেশি পছন্দ। তিনি বলেন, 'আমি চাই মেয়ে হোক। কেন জানি আমি মেয়েশিশুর প্রতি দুর্বল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে