সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আরেক অধ্যায়ে প্যারিস হিলটন

তারার মেলা ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
প্যারিস হিলটন

প্যারিস হিলটন- পুরো নাম প্যারিস হুইটনি হিলটন। একসঙ্গে অনেক পরিচয় তার। বহুমাত্রার প্রতিভার অধিকারী এই তারকা- একাধারে অভিনেত্রী, মডেল, গায়িকা, ডিজে, ফ্যাশন ডিজাইনার এবং ব্যবসায়ী। কিন্তু বিশ্বজুড়ে তিনি বেশি পরিচিত অভিনেত্রী হিসেবে। তার দাদার বাবা কনরাড হিলটন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হোটেল চেইন হিলটন হোটেলস অ্যান্ড রিসোর্টসের প্রতিষ্ঠাতা। বিশ্বখ্যাত মার্কিন এই তারকার জীবনে ফেব্রম্নয়ারি মাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। কারণ বেশ কয়েকটি ঘটনার সূত্রপাত এই মাসটিতে। এই ফেব্রম্নয়ারিতেই তার জন্মদিন। আর জন্মদিনেই তিনি তার প্রেমিকের কাছ থেকে প্রেমের প্রস্তাব পান। আবার আরেক জন্মদিনে বাগদান সম্পন্ন করেন তিনি। এদিনেই জীবনের সেরা উপহার পান প্যারিস।

অবশ্য এই মাসটিতেই বিয়ে করার কথা ছিল তার, কিন্তু নানা কারণে সেই ইচ্ছাটা পূরণ হয়নি। আরেকটি ইচ্ছে পূরণ হয়নি প্যারিসের। এই তারকা চেয়েছিলেন জোড়া সন্তান। কিন্তু সেই স্বপ্ন ব্যর্থ হয়ে মাত্র একটি সন্তানই জন্ম দেন এই অভিনেত্রী। যদিও তাতে বিন্দুমাত্র অখুশি নন, বরং জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে পেরে বিচিত্র এক অনুভূতির জগতে বাস করছেন প্যারিস হিলটন।

আগামীকাল ১৭ ফেব্রম্নয়ারি জীবনের ৪৩তম বসন্ত স্পর্শ করবেন এই অভিনেত্রী। দুই বছর আগে ২০২১ সালে নিজের ৪১তম জন্মদিনের আনন্দময় মুহূর্ত স্মরণীয় করে রাখেন প্যারিস হিলটন। দীর্ঘদিনের বন্ধু কার্টার রেইমকে বেছে নেন জীবনসঙ্গী হিসেবে। জন্মদিন উদযাপন করতে নিজের বন্ধু কার্টার রেইমকে নিয়ে ব্যক্তিগত মালিকানাধীন দ্বীপে পাড়ি জমিয়েছিলেন তিনি। নীল সমুদ্রের তীরে সেদিন সাদা পোশাকে এসেছিলেন প্যারিস। সাদা সু্যট-প্যান্টে হাজির হয়েছিলেন প্রেমিক উদ্যোক্তা কার্টার রিউম। তারপর প্যারিসের সামনে হাঁটু গেড়ে জিজ্ঞেস করেছেন, 'তুমি আমায় বিয়ে করবে?' প্যারিসও 'হঁ্যা' বলতে সময় নেননি। বসে ফুল হাতে হীরার আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন কার্টার। তাকে যে আংটি দিয়ে বিয়ের আহ্বান জানিয়েছেন প্রেমিক কার্টার রেইম, তার মূল্য দুই মিলিয়ন মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা। তাই জন্মদিনের শুভ মুহূর্তেই সেরে ফেলেছেন বাগদান। জন্মদিনের ভিডিওসহ বাগদানের সেই আংটি কীভাবে তৈরি হয়েছে, সেই ভিডিও হিলটন শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার এই সিদ্ধান্ত নিয়ে কাছের মানুষ, সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসতে থাকেন প্যারিস হিলটন। সেসব ছবি দ্রম্নত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্যারিস নিজেই টুইটারে সেই ছবি দিয়ে বানানো ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, 'আমি আমার আত্মার সঙ্গীকে খুঁজে পেয়েছি। যখন তুমি তোমার হৃদয়ের সহযাত্রীকে খুঁজে পাও, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কার্টার এক পায়ে হাঁটু গেড়ে বসল। আর জিজ্ঞেস করল, আমি ওর সঙ্গে বাকি জীবন কাটাতে চাই কিনা।'

প্যারিস আরও লিখেছিলেন, 'আমি সব সময় যেমন কল্পনা করেছি, ওই মুহূর্ত ছিল ঠিক তেমনই। আমি বাকি জীবনের জন্য হ্যাঁ বলতে দেরি করিনি। আমি ঘুরতে খুবই ভালোবাসি। তবে করোনার সময়টায় অন্য অনেকের মতো আমিও ঘরেই ছিলাম। তখন স্থির হয়ে ভেবেছি, জীবনের জন্য এসব ব্যক্তিগত সম্পর্ক কতটা জারুরি। আমার মনে হয়েছে, এই জীবনে কার্টারের চেয়ে বড় উপহার আর নেই। আমি ওকে হারাতে চাই না। আমার জীবনের পরের অধ্যায়ে পা রাখার জন্য প্রতিটা মুহূর্ত আগ্রহ আর উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছি।'

এরপর ওই বছরের ১১ নভেম্বর বিয়ে করে পরের অধ্যায়ে প্রবেশ করেন তিনি। আর চলতি বছরের শুরুতেই ২৩ জানুয়ারি আরেক জগতে পদার্পণ করেন এই মার্কিন তারকা। তার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। ৪১ বছর বয়সে প্রথমবারের মতো মা হলেন প্যারিস হিলটন। এই তারকা বলেন, 'মা হওয়া ছিল আমার সব সময়ের স্বপ্ন। আমি খুবই আনন্দিত যে আমি ও কার্টার একে অন্যকে খুঁজে পেয়েছি। আমরা একসঙ্গে আমাদের পরিবার শুরু করতে পেরে খুব উদ্দীপ্ত। পুত্রসন্তানের জন্য আমাদের হৃদয় ভালোবাসায় বিস্ফোরিত হচ্ছে।'

১৯৮১ সালের ১৭ ফেব্রম্নয়ারি আমেরিকার নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করা হলিউডের অন্যতম আলোচিত এ অভিনেত্রী অভিনয় দিয়ে যেমন আলোচিত, তার চেয়ে বেশি আলোচিত ও সমালোচিত হয়েছেন নানামাত্রিক কমর্কান্ডের কারণে। এ তারকার নাম ঠিক কী কারণে বারবার খবরের শিরোনামে উঠে আসে, এটা হলফ করে বলে দেয়াটা বেশ কঠিন একটি কাজই বলা যায়। ক্যারিয়ারের শুরু থেকেই পুরোমাত্রায় সিনে পর্দার তারকা কখনোই ছিলেন না। আর যেটুকু ছিলেন সেটা এতই অনিয়মিত যে, সিনেতারকা হিসেবে নিজেকে হয়তো দাবি করতেও দ্বিধা করবেন প্যারিস নিজেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে