সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

তবুও উজ্জ্বল রিয়াজ

একজন সত্যিকারের সুপার স্টার বলতে যা বোঝায়, তার সব গুণই রয়েছে চিত্রনায়ক রিয়াজ আহমেদের। ক্যারিয়ারের দুই যুগে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে জয় করে নিয়েছেন দর্শক হৃদয়। ১৯৯৫ সালে 'বাংলার নায়ক' ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখা এই তারকা অভিনয় করেছেন অসংখ্য নাটকে। দুই পর্দায় তার ব্যাপক চাহিদা থাকলেও আগের সেই ব্যস্ততা নেই তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়কের। কালেভদ্রে দাঁড়ান ক্যামেরার সামনে। গত বছর 'অপারেশন সুন্দরবন' চলচ্চিত্রের পর আসছে মার্চে মুক্তি পাচ্ছে এই অভিনেতার 'রেডিও' সিনেমাটি। পাশাপাশি সম্প্রতি একটি ওটিটি পস্ন্যাটফর্মের প্রকল্প পরিচালকের দায়িত্ব পেয়েছেন তিনি। আলোকিত এই তারকাকে নিয়ে লেখেছেন মাসুদুর রহমান
নতুনধারা
  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা 'রেডিও'। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। এতে সিনেমায় গ্রামের এক শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। সিনেমাটি নিয়ে এই অভিনেতা বলেন, '১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে গোটা বাঙালি জেগে উঠেছিল। পরিচালক বলেন, সেই ভাষণটি কীভাবে ছড়িয়ে পড়ে এবং সারাদেশে প্রভাব ফেলে এটা অনেকেই জানেন না। 'রেডিও' দিয়ে সেটা সবাই জানতে পারবেন। জাতি হিসেবে কতটা প্রতিকূলতার মধ্যেই কতটা লড়াই সংগ্রাম করে দেশ স্বাধীন হয়েছিল সেটাও তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এই ধরনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সিনেমা বানাতে আমাদের অনেক সংকট আছে। সেসব সংকটের মাঝে পরিচালক অনন্য মামুন সিনেমাটি নির্মাণ করেছেন, বিষয়টি আমার খুব ভালো লেগেছে। খুব আনন্দ নিয়ে আমরা সুন্দর একটি কাজ করেছি। আশা করি, এটি দর্শকের ভালো লাগবে।' এতে রিয়াজের বিপরীতে অভিনয় করছেন জাকিয়া বারী মম। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের 'দারুচিনি দ্বীপ' সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে। তবে এই সিনেমায় প্রতিবাদী চরিত্রে দুজনের দেখা মিলবে, সঙ্গে দেখা যাবে পরিণত প্রেম। আগামী মার্চেই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

চলতি বছরেই মুক্তি পাচ্ছে রিয়াজের বহুল প্রতীক্ষিত সিনেমা 'মুজিব : একটি জাতির রূপকার'। ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর এই বায়োপিকে রিয়াজকে দেখা যাবে তাজউদ্দীন আহমদের চরিত্রে। এ নিয়ে রিয়াজ বলেন, 'তাজউদ্দীন আহমদের চরিত্রে কাজ করাটা অনেক আনন্দের। এটা আমার অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি। খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি চরিত্র। এমন চরিত্র করতে গিয়ে আমাকে আরও অনেক জানতে হচ্ছে।' সিনেমার মতো তার নিপুণ অভিনয় দর্শককে টানে টিভি পর্দাতেও। রিয়াজ বলেন, 'নাটকে অভিনয়ের জন্য প্রস্তাব আসে অনেক। যার বেশির ভাগই গতানুগতিক। তাই আগ্রহ পাই না। ভালো স্ক্রিপ্ট হলে নাটকে অভিনয় করা হয়।'

চলচ্চিত্রের অভিনয় শিল্পীদের ছোটপর্দায় কাজ করাটা অনেকেই নেতিবাচক হিসেবে দেখেন। বড় পর্দায় চাহিদা নেইসহ নানা মন্তব্য করেন অনেকে। বড় পর্দার সফল নায়ক হয়েও ছোট পর্দায় কাজ নিয়ে রিয়াজ বলেন, 'আমার কাছে অভিনয় করাটা গুরুত্বপূর্ণ, পর্দা কোনো বিষয় না। আমার কাছে বড় পর্দা বা ছোট পর্দা বলে এমন কিছু নেই। আমি যা করি তা আমার নিজস্ব বিচার, বিবেচনা ও বুদ্ধি দিয়েই করি। আমার চাহিদা কমে গেছে বা চাহিদা কমে যায়নি এটা দর্শকই ভালো বলতে পারবেন। আর আমি নিজেকে কখনো সুপারস্টার দাবি করি না। আমি অতি সাধারণ একজন অভিনেতা। সাধারণভাবে চলার চেষ্টা করি। দর্শক আমাকে ভালোবাসেন এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। দর্শকের ভালোবাসা পেয়ে তাদের মনে আমার যে জায়গা রয়েছে আমি মনে করি তা আজীবনই থাকবে।' নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করার অভিজ্ঞতা আছে রিয়াজের। সমস্যা ও সম্ভাবনাও দেখেছেন কাছে থেকে। তিনি বলেন, 'বর্তমানে সবাই ভালো করার চেষ্টা করছে। কিন্তু কোনো এক বিচিত্র কারণে মিডিয়ার অবস্থাকে খুব বেশি পজিটিভ মনে হচ্ছে না।'

সম্প্রতি বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির বিষয়টি বেশ আলোচনায়। এ নিয়ে বিএফডিসিতে জরুরি এক বৈঠকও হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির। এ নিয়ে রিয়াজ বলেন, 'আগে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা ছিল ১ হাজার ২০০ মতো। এখন তা কমতে কমতে ৫০-এ এসে দাঁড়িয়েছে। সিনেমা হল বাঁচাতে সুপারহিট কনটেন্ট দিতে হবে। মানুষকে ফোন থেকে বের করে সিনেমা হলে আনতে হবে। এই অভ্যাস তৈরি হলে মানুষ সিনেমাহলে আসা শুরু করবে। দেশেই বাইরের সিনেমা দিয়ে সেই অভ্যাস তৈরি হোক। এমন হলে ধীরে ধীরে হলের সংখ্যা বাড়তে থাকবে। এখন সিনেমা বানিয়ে শুধু ৩০টি সিনেমা হল চালালে তো প্রযোজকের অর্থ উঠবে না।'

বিশ্বজুড়ে বিনোদন দুনিয়ায় দাপট দেখাচ্ছে ওটিটি পস্ন্যাটফর্মগুলো। বাংলাদেশেও বইছে ওটিটির জোয়ার। একের পর এক বাজারে আসছে নিত্যনতুন স্ট্রিমিং পস্ন্যাটফর্ম। এর ধারাবাহিকতায় এবার বাজারে এলো চ্যানেল আইয়ের নতুন ওটিটি পস্ন্যাটফর্ম 'আইস্ক্রিন'। নতুন এই পস্ন্যাটফর্মটির প্রকল্প পরিচালক হিসেবে আছেন চিত্রনায়ক রিয়াজ। আপাতত ঘরোয়া আয়োজনে সাবস্ক্রিপশন পরিকল্পনার পরীক্ষামূলক চালু করা হয় চলতি মাসের প্রথম সপ্তাহে। এ বিষয়ে রিয়াজ জানান, 'বিশ্বমানের ডিজিটাল বিনোদনের অন্যতম আইস্ক্রিন। সিনেমা, ওয়েব সিরিজ ছাড়াও সব ধরনের কনটেন্ট খুব সহজেই চ্যানেল আইয়ের এই ওটিটি পস্ন্যাটফর্মে দেখতে পারবেন দর্শক। প্রিমিয়াম কন্টেন্ট দেখতে দর্শকের সুবিধার কথা চিন্তা করে সাবস্ক্রিপশনে তিনটি পস্ন্যান রয়েছে। এক মাস, ছয় মাস ও এক বছর তিনটি পস্ন্যান রয়েছে আইস্ক্রিনে। ত্রিশ দিনের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে মাত্র ২৫ টাকা। ৬ মাস ও ১ বছরের জন্য সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১২৫ ও ২২৫ টাকা।

অভিনয় কমিয়ে দিলেও অবসর নেই চিত্রনায়ক রিয়াজের। নিজের ব্যবসায় সময় দেন নিয়মিত। রিয়াজ বলেন, 'ব্যবসার পাশাপাশি অভিনয়ও করছি। আগের মতো নিয়মিত না হলেও অভিনয় করছি। অভিনয়-ব্যবসা দুটোতেই সময় দিচ্ছি। এছাড়া পরিবারকে সময় দিই। কাজ না থাকলে আমি বাসাতেই থাকি। অযথা বাইরে সময় কাটাই না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে