সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ক্ষুরধার ববি

মাতিয়ার রাফায়েল
  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বেশ ক্ষুরধার চেহারার ইয়ামিন হক ববি অভিনয়ের ক্যারিয়ার হিসেবে প্রায় এক যুগ পেরিয়ে এসেছেন। তার প্রথম সিনেমা 'খোঁজ দ্য সার্চ' মুক্তি পায় ২০১০ সালের মাঝামাঝির দিকে। এই সময়ের মধ্যে সিনেমাও কম করা হয়নি ববির। এ পর্যন্ত পঁচিশটির বেশি সিনেমায় অভিনয় করেছেন। টিভি নাটকেও দেখা গেছে তাকে। 'ভবের হাট' ধারাবাহিক নাটকে আয়না চরিত্রে অভিনয় করে খুব সহজেই টিভি দর্শকের নজরে আসেন এই অভিনেত্রী। এই নাটকের মাধ্যমে দর্শকের কাছে 'ভবের হাট'-এর 'আয়না' হয়েই থেকে যাবেন যুগের পর যুগ।

ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্টেশনে উচ্চশিক্ষা গ্রহণকারী ববি কর্মজীবন শুরু করেন মূলত বিজ্ঞাপনের মডেল হিসেবে। ২০১১ সালে 'মিস এশিয়া প্যাসিফিক' নামে সুন্দরী প্রতিযোগিতায় একটি পুরস্কার জেতা ববি সমসাময়িক আলোচিত অভিনেত্রীদের মধ্যে যারা প্রথম কাতারে আছেন তাকেও তাদের অন্যতম হিসেবে ধরা হয়। এমনিতেই যে সময়ে সিনেমায় পা রাখেন তখন থেকেই ঢাকাই ইন্ডাস্ট্রিতে নিজেকে হারিয়ে ধুঁকছিল। এমন কোনো সিনেমা হচ্ছিল না যে সিনেমা একজন শিল্পীকে নিয়ে দর্শক বছরের পর বছর ধরে আলোচনা করবে। তারপরেও শাকিব খানের বিপরীতে 'নোলক' ছবিতে তিনি যে অনবদ্য অভিনয় করেছেন সেটাই তাকে তার সময়ের অভিনেত্রীদের মধ্যে এগিয়ে রাখতে সাহায্য করে। এই ছবিটিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীরও সম্মান লাভ করেছেন। গেল কয়েক বছরে তো অন্য শিল্পীরা যেখানে কাজের সংকটে পড়েছেন সেখানে ববি একের পর এক চরিত্রে চুটিয়ে কাজ করে গেছেন। অভিনয়ের পাশাপাশি ববস্টার ফিল্মস নামে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানও আছে তার। নির্মাণ করেছেন সেখান থেকে বড় বাজেটের 'বিজলী' নামের ছবি।

'বিজলী'খ্যাত এই ববি বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমায়ও কাজ করছেন। মুক্তি পাওয়া 'রক্তমুখী নীলা' ছবি থেকে শুরু করে বেশ কয়টি পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন ববি। সম্প্রতি ওটিটিতেও নাম লিখিয়েছেন ইয়ামিন হক ববি। এই ওটিটিতে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে অনেক বিষয় কিংবা মাধ্যমের পরিবর্তন হবে। এ পরিবর্তনের সঙ্গে নিজকে মানিয়ে নেওয়াটাই বড় বিষয়। সে দিক থেকে বলব, ওটিটিতে একটি কাজ করেছি- সাড়াও ভালো পেয়েছি। ভালো গল্প, চরিত্র পেলে ওটিটিতে আরও কাজ করতে আগ্রহী আমি।'

অভিনয় শিল্পী হিসেবে ববির যে ক্ষুরধার চেহারা রয়েছে সেটার জন্য অভিনেত্রী নতুনের ক্যারিয়ারের রমরমা সময়ের কথা মনে করিয়ে দেয়। তখন নতুনের চেহারাও ছিল বেশ ক্ষুরধার। এই ক্ষুরধার চেহারায় যে চাউনি চিতার মতো ক্ষীপ্র হয়ে ফুটে ওঠে সেটা ধামাকা নাচে ভালোই কাজে লাগিয়েছিলেন নতুন। ববিও যেন ঠিক তাই। একপর্যায়ে এই চেহারাকেই কাজে লাগালেন তিনি 'আইটেম গার্ল' হয়ে। সেই সুবাধে ববি শুধু অভিনেত্রীই নন একাধারে 'আইটেম গার্ল' হিসেবেও দর্শকের মনোরঞ্জনে বেশ ভালো সাড়া জাগাতে পেরেছেন। দর্শকের বুকে এক ধরনের ঝড়ো কম্পনের সৃষ্টি করতে পারছেন। এদিক থেকে তিনি অবশ্য তার সময়ের অন্য আলোচিত অভিনেত্রীদের তুলনায় কিছুটা এগিয়েই থাকবেন।

এরই মধ্যে নতুন আরও একটি সিনেমায় নাম লেখালেন ইয়ামিন হক ববি। সিনেমাটির নাম 'ফ্রড দ্য বাটপার'। নির্মাণ করবেন শফিক হাসান। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এর শুটিং শুরুর কথা রয়েছে। সিনেমার কাহিনী ও সংলাপ করেছেন দেলোয়ার হোসেন দিল। এই নতুন সিনেমা প্রসঙ্গে ববি বলেন, 'দ্বিতীয়বারের মতো শফিক ভাইয়ের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। গল্পটা দেশপ্রেম নিয়ে। গল্পটি শুনে আমার খুব ভালো লেগেছে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদেরও পছন্দ হবে।'

গত সপ্তাহেই লন্ডনের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন ববি। এরই মধ্যে এদিকে সম্প্রতি ফুয়াদ চৌধুরী পরিচালিত 'মেঘনা কন্যা' নামে নতুন আরও একটি সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেছেন ববি। এ ছাড়া শেষ করেছেন 'পাপ পুণ্য' ও 'এবার তোরা মানুষ হ' নামে দুটি সিনেমার শুটিং। অন্যদিকে, রাশিদ পলাশ পরিচালিত তার 'ময়ূরাক্ষী' সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে মার্চের প্রথম সপ্তাহে। সিনেমাটিতে সিমলা চরিত্রে অভিনয় করছেন ববি। বাংলাদেশে অভ্যন্তরীণ বিমান ছিনতাইয়ের মতো একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমাটি সম্পর্কে ইয়ামিন হক ববি বলেন, 'আমি সিমলার চরিত্রে অভিনয় করছি, বিষয়টি এমন নয়। গল্পটি অনেক আগেই শুনেছি। ধীরে ধীরে গল্পটি আরও গুছিয়েছেন নির্মাতারা। পরে সেই গল্পটি আরও ভালো হয়ে ওঠে। আর এমন ভালো গল্পে কে না কাজ করতে চায়।'

অভিনয় করছেন সব মাধ্যমেই চুটিয়ে এখন ইয়ামিন হক ববি। কিন্তু এক সময়ে যে নাটকে অভিনয় করেছেন সে জায়গাটায় যেন শূন্যই রেখে দিয়েছেন তিনি। তবে কি তিনি আর নাটকে অভিনয় করবেন না? এমন প্রসঙ্গে ববি বলেন, 'নাটকে অভিনয় করতে আমার কোনো অনিহা নেই। তবে এখন সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করছি। অনেক সিনেমার কাজ আছে হাতে। নতুন সিনেমার বিষয়েও কথা চলছে। তবে সময়-সুযোগ হলে এবং ভালো কাজের প্রস্তাব পেলে নাটকে অভিনয়ের বিষয়টি অবশ্যই ভেবে দেখব। তবে এখন পর্যন্ত সিনেমা নিয়ে আমার যে ব্যস্ততা তা আমি ভালোই উপভোগ করছি। এই উপভোগ্য সময়টা আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে