সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ফের ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

তারার মেলা রিপোর্ট
  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত। করোনা হানা দেওয়ার আগমুহূর্তে সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন তিনি। তখন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় অঞ্জন দত্ত অভিনীত এবং তারই নির্দেশনায় নাটক 'সেলসম্যানের সংসার'। আবারও ঢাকা রাঙাতে আসছেন তিনি। এবার গান বা নাটক-সিনেমা নিয়ে নয়, অঞ্জন আসবেন পাঠকদের প্রিয় লেখক হিসেবে। জানা গেছে, এবার অমর একুশে বইমেলায় ছাপাখানার ভূত প্রকাশনী থেকে অঞ্জন দত্তের গান নিয়ে লেখা গানের গল্পদলিল 'অঞ্জনাঢ্য গান' প্রকাশিত হয়েছে। এটি লেখেছেন সাজ্জাদ হুসাইন। আগামী ৪ মার্চ বইটির প্রকাশনা উৎসব উপলক্ষেই অঞ্জন দত্ত ঢাকায় আসছেন। তার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে ভূত প্রকাশনীর প্রকাশক ফারিহা রুবাইয়াত খান বলেন, অঞ্জন দত্তের প্রকাশিত 'অঞ্জনাঢ্য গান'-এর আনুষ্ঠানিক প্রকাশসহ সব গানের পেছনের গল্প নিয়ে পাঠকের মুখোমুখি হবেন। সঙ্গে থাকবে গানও। এখনো আয়োজনের ভেনু্য ঠিক হয়নি। কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।

উলেস্নখ্য, বড় পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু অঞ্জন দত্তের। তখনো গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেননি। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা ?'চলচ্চিত্র'। ১৯৯৮ সালে 'বড়দিন' দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। যেটি নির্মিত হয়েছিল হিন্দি ভাষায়। অঞ্জন দত্ত পরিচালিত প্রথম বাংলা সিনেমা 'বো ব্যারাকস ফরএভার' মুক্তি পায় ২০০৪ সালে। পরবর্তী সময়ে যার হাতে সৃষ্টি হয়েছে 'ম্যাডলি বাঙালি', 'বোমকেশ বক্সি', 'আবার দেখা হবে' 'দত্ত বনাম দত্ত'র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে