সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার মাতাবেন একঝাঁক তারকা

তারার মেলা রিপোর্ট
  ০২ মার্চ ২০২৩, ০০:০০

আগামী ৯ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনন্দঘন পরিবেশে প্রদান করা হবে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১'। পুরস্কার পর্ব শেষে অনুষ্ঠানের আরেক আকর্ষণ সাংস্কৃতিক পর্ব। এবারের অনুষ্ঠান সফল করতে গঠন করা হয়েছে ২১ সদস্যের সাংস্কৃতিক উপ-কমিটি। কমিটিতে স্থান পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশনায় দেখা যাবে চিত্রনায়িকা অপু বিশ্বাস, তারিন জাহান, নিপুণ আক্তার, পুজা চেরী, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, প্রার্থনা ফারদিন দীঘি, চিত্রনায়ক সাইমন সাদিক, ইমন ও নিরবকে। জানা গেছে, তারা বাংলা ছবির কয়েকটি কালজয়ী গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। তাদের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। এ আসরে গান পরিবেশনায় থাকছেন- পার্থ বড়ুয়া, সাব্বির, লিজা, নন্দিতা ও নিশিতা বড়ুয়া। সাংস্কৃতিক পর্বের উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও নায়িকা নুসরাত ফারিয়া। এরই মধ্যে মঙ্গলবার থেকে ওই অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের অনুশীলন শুরু হয়ে গেছে। এবারের আসর শুরু হবে ওয়ার্দা রিহাবের নৃত্য দিয়ে। বঙ্গবন্ধুকে ঘিরে তার বিশেষ এই নৃত্যের সময় পাঁচ মিনিট।

করোনাভাইরাস মহামারির কারণে গত আসরে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই পুরস্কারে অংশ নিয়েছিলেন। তবে এবার তিনি নিজ হাতেই বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন। তাই সাংস্কৃতিক পর্বেও রাখা হচ্ছে বিশেষ চমক। এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর। কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ জানান, ইলিয়াস কাঞ্চনকে ট্রিবিউট দেওয়ার ভাবনায় তার অভিনীত বিখ্যাত ছবি 'বেদের মেয়ে জোছনা'র গানে পারফর্মেন্স থাকছে। এছাড়া 'পিচঢালা এই পথ', 'সে যে কেন এলো না', 'ওই দূর দূর দূরান্তে,, 'মনেরও রঙে রাঙাবো'সহ বিভিন্ন কালজয়ী গানে নৃত্য পরিবেশন করবেন তারকারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে