রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এবার বাঙালি কন্যা আলিয়া ভাট

গত বছর কয়েকটি ভিন্ন ধারার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ানোর পাশাপাশি বলিউডের বড় বড় পুরস্কারগুলো বগলদাবা করে নিয়েছেন মহেশ ভাট কন্যা
জাহাঙ্গীর বিপস্নব
  ২৭ জুলাই ২০২৩, ০০:০০

আলিয়া ভাট- বলিউডের চলমান সময়ের নায়িকাদের মধ্যে সাফল্যের শীর্ষে অবস্থান করা এক অভিনেত্রী। স্টার কিড হওয়ার সুবাদে খুব সহজেই ও কম সময়েই লাইম লাইটে এসে দু্যতি ছড়াচ্ছেন তিনি। তারকা পরিবারে জন্মগ্রহণ করার কারণে ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে বসবাস তার। মাত্র ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তিনি সিনেমাতে অভিনয় করেন। বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। আলিয়া ভাট তার অভিনয়ের দক্ষতার জন্য অত্যন্ত প্রশংসিত হন এবং অনেক পুরস্কারও জিতেছেন। নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করার পর সময়টা নিজের করে নিতে পারেননি আলিয়া ভাট। করোনার পর ২০২১ সালটিতেও তেমন সাফল্যের দেখা পাননি তিনি। তবে গত বছর কয়েকটি ভিন্ন ধারার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ানোর পাশাপাশি বলিউডের বড় বড় পুরস্কারগুলো বগলদাবা করে নিয়েছেন মহেশ ভাট কন্যা। তার মধ্যে ফিল্মফেয়ার ও আইফা অ্যাওয়ার্ড অন্যতম। দুই অ্যাওয়ার্ডেই বাজিমাত করেছেন আলিয়া। এই পুরস্কারে ভূষিত হওয়ায় আলিয়ার স্বপ্ন আরও অনেকটা প্রসারিত হয়।

চলতি বছরের শুরু থেকেই খোশ মেজাজে রয়েছেন আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি স্বামী-সন্তান ও পরিবারকে নিয়েও আনন্দে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এর মধ্যে সম্প্রতি তার নতুন সিনেমা 'রকি অউর রানি প্রেম কাহানি' সিনেমাটির মুক্তির ঘোষণায় সে আরও প্রাণবন্ত হয়। আগামীকাল ২৮ জুলাই মুক্তি পাচ্ছে করণ জোহর অভিনীত তারকাবহুল এই সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে ৭ বছর পর করণ জোহরের যেমন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে, তেমনি 'গালি বয়'র পর রণবীর সিংয়ের সঙ্গে আবার একসঙ্গে পর্দায় আসছেন তিনি। কিছুদিন আগে করণ জোহরের জন্মদিনে প্রকাশ্যে আসে রণবীর-আলিয়ার 'রকি অউর রানী কি প্রেম কাহানি'র ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে এই জুটির রসায়ন মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের। পোস্টারে রণবীর সিংকে দেখা যাচ্ছে সানগস্নাস পরিহিত, গলায় চেন। আরেক পোস্টারে পরেছেন জ্যাকেট। আর আলিয়াকে দেখা গেছে মিষ্টি লুকে। চোখে কাজল, কপালে কালো টিপ। নাকে নথ। খোলা চুল। ছবিতে আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন ও প্রীতি জিনতা। ট্রেইলারেও ঝড় তুলেছে সিনেমাটি।

সবমিলিয়ে মুক্তির আগেই ছবিটি চলে এসেছে তুমুল আলোচনায়। যদিও কয়েকদিন আগে সিনেমার কয়েকটি দৃশ্যে কাঁচি চালায় ভারতীয় সেন্সর বোর্ড। তবে 'রকি অউর রানী কি প্রেম কাহানি' মুক্তির আগেই সিনেমার বাজেটের অর্থ প্রায় উঠে এসেছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ১৭৮ কোটি রুপি বাজেটের এই সিনেমা এখনই আয় করে ফেলেছে ১৬০ কোটি রুপি- যা বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি টাকার বেশি। অ্যামাজন প্রাইম ভিডিও সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে ৮০ কোটি রুপিতে। এ ছাড়া টিভি স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি রুপিতে। অন্যদিকে, সিনেমার গানের স্বত্ব ৩০ কোটি রুপিতে কিনে নিয়েছে সারেগামা। সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকে এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। এতে করে অনুমান করা যায়, বক্স অফিসে ভালো করবে সিনেমাটি।

শেষ সময়ে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটােেচ্ছ ছবির পুরো টিম। আজ মুম্বাই তো কাল গুজরাট, আবার কখনো বা দিলিস্নৃ। খাওয়া-নাওয়া ভুলে 'রকি অউর রানী কি প্রেমকাহানি'র প্রচার শুরু করেছেন আলিয়া ভাট এবং রণবীর সিং। সম্প্রতি কলকাতায় গিয়ে সেন্সর বোর্ড থেকে বাদ দেওয়া আলিয়া ভাটের মুখে 'খেলা হবে' সংলাপটি বাদ দেওয়ার ব্যাপারে ব্যাখ্যা

\হদিয়েছেন তারা।

এ সিনেমায় উঠে এসেছে দুই ভিন্ন ধরনের মানুষের প্রেম কাহিনী। রানধাওয়া ও চট্টোপাধ্যায় পরিবারের মধ্যে লড়াইয়ের গল্প বলবে এ সিনেমা। পাঞ্জাবি রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে, বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানী।

একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেম পড়ে রকি আর রানী। কিন্তু তাদের প্রেম কাহিনীকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দুজনের। সব শেষে তারা এ সিদ্ধান্তে উপনীত হন যে, তিন মাস করে তারা একে অপরের বাড়িতে থাকবেন। অর্থাৎ 'সু্যইচ' অপারেশন। যদি এ তিন মাস তারা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন। এরপর ঘটে নানা নাটকীয় ঘটনা।

২০২১ সালের মাঝামাঝি সময়ে শুরু হয় 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র শুটিং। শেষ হয় চলতি বছরের শুরুতে। নিজের জন্মদিনে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেই করণ জোহর বলেছিলেন, 'অপেক্ষার ফল মিষ্টি হয়। ধৈর্য ধারণ করার ফল পেতে যাচ্ছেন দশক।' প্রথমে শোনা গিয়েছিল, এ বছর এপ্রিলে মুক্তি পাচ্ছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। পরে ঠিক হয় আগামী ২৮ জুলাই আসবে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ ১২ বছর পর বড়

পর্দায় একটি পূর্ণাঙ্গ চরিত্রের অভিনয়ে ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। এর আগে করণের সঙ্গে 'কাভি খুশি কাভি গাম' সিনেমায় অভিনয়

করেছিলেন জয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে