রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আবার ফারিয়া ঝংকার

রেডিওতে কথাবন্ধু হিসেবে যাত্রা শুরু করা নুসরাত ফারিয়া এখন বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। গান, উপস্থাপনা, মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েক বছর ধরেই দুই বাংলার আলোচিত অভিনেত্রী হিসেবে গণ্য করা হচ্ছে তাকে। শুধু কী তাই! দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মতো কোমর দুলিয়ে আইটেম গানেও ঝড় তুলেছেন এই তারকা। বাংলাদেশের সুড়ঙ্গ সিনেমার পর এবার কলকাতার সিনেমাতেও আইটেম কন্যা হিসেবে ঝলক দেখাবেন তিনি। নুসরাত ফারিয়ার সাতকাহন সাজিয়েছেন মাসুদুর রহমান
নতুনধারা
  ১০ আগস্ট ২০২৩, ০০:০০
নুসরাত ফারিয়া

দীর্ঘদিন ধরে সিনেপর্দায় দেখা না গেলেও সম্প্রতি ওটিটির পর্দায় ঠিকই দেখা দিয়েছেন নুসরাত ফারিয়া। ভিডিও স্ট্রিমিং পস্ন্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ভিন্নধারার ছবি 'পাতালঘর'। নূর ইমরান মিঠু পরিচালিত এই সিনেমায় ফরিয়া অভিনীত 'বাবলি' চরিত্রটি দর্শক মহলে সাড়া ফেলেছে। এর আগে এমন সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। একেবারেই অন্য রকম চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফারিয়া বলেন, 'আমার ঘরানার বাইরের ছবি এটি। আমি যেমন কমার্শিয়াল সিনেমা করি, এটা সে রকম না। পুরোটাই আলাদা। এখানে আমার চরিত্রের নাম বাবলি। অতীতের সম্পর্কগুলো ফিরে এলে বাবলি পর্দার চাকচিক্য পেছনে ফেলে অনাড়ম্বর জীবনের এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। সেই সঙ্গে মা-মেয়ের সম্পর্কের টানাপড়েন চলতে থাকে। এর মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। এটা চোখের আরামদায়ক একটা সিনেমা। এ ধরনের কাজে আগে অভিজ্ঞতাও ছিল না। যতটুকু আশা করেছিলাম, তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। ছবিটি দেখে দর্শক নতুনভাবে চিনেছেন আমাকে।' 'পাতালঘর' প্রেক্ষাগৃহের জন্য নির্মিত হলেও মুক্তি পেয়েছে ওটিটিতে। সিনেমাটি দেশের বাইরে চলচ্চিত্র উৎসবেও গেছে।

রেডিও আরজের মধ্য দিয়ে শোবিজে আগমন ঘটলেও ফারিয়া উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি পান। এরপর ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার 'আশিকী' দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় এই নায়িকার। 'হিরো-৪২০', 'বাদশা-দ্য ডন', 'প্রেমী ও প্রেমী', 'ধ্যাততেরিকি', 'ইন্সপেক্টর নটি কে' 'ডিটেকটিভ' ও 'শাহেনশাহ'সহ ডজনখানেক সিনেমায় অভিনয়ের ঝলক ছড়িয়েছেন তিনি। ফারিয়াকে অ্যাকশন, নাচ-গানে ভরপুর ছবির নায়িকা হিসেবে সবাই জানেন, চেনেন। কিন্তু হঠাৎ ভিন্ন ধারার ছবি 'পাতালঘর'-এ আগ্রহী হওয়ার কারণ নিয়ে ফারিয়া বলেন, 'আস্তে আস্তে আমাদের সিনেমায় পরিবর্তন আসছে। নিজেকে সেই পরিবর্তনের সঙ্গে রাখতে চাই। সব ধরনের কাজের সঙ্গেই থাকতে চাই। গান, অভিনয়, নাচ সবই তো করি। নানা ধরনের কাজের সঙ্গে থাকলে, নানা অভিজ্ঞতা হয়। ফলে সাহস করে যে কোনো চ্যালেঞ্জিং কাজ করা সহজ হয়।'

'পাতালঘরে'র মতো ভিন্ন ধারার আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। চলতি মাসের শেষ দিকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান ফারিয়া। ছবিটি নিয়ে তিনি বলেন, 'মাস দুয়েক আগে চুক্তি করেছি। ছবির নাম এখনই বলছি না। এটি পরিচালনা করবেন তামিম রহমান অংশু। এটিও 'পাতালঘরে'র মতো ভিন্ন ধারার ছবি। আগস্টের শেষের দিক থেকে শুটিং শুরুর কথা আছে।' এদিকে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করছেন ফারিয়া। এতদিন সিনেমার প্রধান নায়িকা হয়ে আলোচনায় এলেও ইদানীং আইটেম গানে ঝলক চড়াচ্ছেন ফারিয়া। কোরবানির ঈদে মুক্তি পাওয়া 'সুড়ঙ্গ' সিনেমায় আইটেম কন্যা হিসেবে দর্শকদের মাঝে উঞ্চতা ছড়িয়েছেন তিনি। 'কলিজা আর জান' গান-নাচের উত্তাপ থাকতেই আবারও আইটেম গার্ল হয়ে আসছেন এই নায়িকা। সম্প্রতি 'আবার প্রলয়' সিরিজের একটি টিজার প্রকাশ পেয়েছে। এর গানে লাল ঘাগরায় মেনকা সেজে 'খেলা হবে' শিরোনামে কোমর দুলিয়েছেন তিনি। আর তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। সিরিজটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজ চক্রবর্তী। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ১১ আগস্ট থেকে জি-ফাইভে দেখা যাবে সিরিজটি। পরপর বেশ কয়েকটি আইটেম গানে নিজেকে উপস্থাপন নিয়ে এই তারকা বলেন, 'এ ধরনের কাজে পারদর্শিতা আছে বলেই করছি। আর ভালো কাজ হলে করব না কেন? এদেশ হোক, ওদেশ; ভালো ভালো কাজের প্রস্তাব এলে কেন করব না? নিজেকে ভাঙতে হবে। সব ধরনের মানসম্পন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা উচিত বলে মনে করি। তা ছাড়া এখন তো এ ধরনের কাজের একটা ট্রেন্ড যাচ্ছে। হয়তো এখন আমি করছি, ভবিষ্যতে প্রথম সারির কোনো না কোনো তারকা এটি করবে। ভারতে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' সিনেমার এক গানে পাঁচ নায়িকাকে দেখলাম। আসলে ভালো কাজ হলে ছবির ছোট অংশতেও বড় বড় তারকা কাজ করতে পারেন। যেটি আমি করেছি। আবার আমি সব সময়ই যে এটি করব, তা-ও নয়। আগামী বছর নাও করতে পারি।'

বাংলাদেশি চলচ্চিত্রের টানা মন্দা অবস্থাতে গত দুই বছরে একটু হাওয়া বদলেছে। গত বছরের 'পরাণ', 'হাওয়া'র মতো এই বছরে 'প্রিয়তমা', 'সুড়ঙ্গ' দর্শক টেনেছে। চলচ্চিত্র ব্যবসায়ীরা নতুন সিনেমায় অর্থ লগ্নি করতে চাইছেন। অভিনয় শিল্পীরাও চলচ্চিত্রের সুদিনের স্বপ্ন দেখছেন। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, 'হাওয়া', 'পরান'র পর 'প্রিয়তমা' ও 'সুড়ঙ্গ' ভালো যাচ্ছে। ভবিষ্যতে এমন আরও ভালো ভালো ছবি আসবে। এ রকমের ছবি আসতে থাকলে ইন্ডাস্ট্রির জন্যই ভালো। সিনেমা যতই ভালো বানানো হোক, ব্যবসা না করলে প্রযাজক বাঁচবে না, শিল্পী-কলাকুশলীরা বাঁচবে না, মোটকথা ইন্ডাস্ট্রিও বাঁচবে না।' দুই বাংলা মিলিয়ে চলতি বছরটা দারুণ কাটছে নুসরাত ফারিয়ার। বছরের শুরুতেই জি ফাইভে মুক্তি পায় নুসরাত ফারিয়ার 'ভয়' ছবিটি। এরপর গত এপ্রিলে মুক্তি পেয়েছে তার গানের ভিডিও 'বুঝি না তো তাই'। ভিডিওটি বেশ প্রশংসা পায়। মে মাসে মুক্তি পায় তার কলকাতার সিনেমা 'আবার বিবাহ অভিযান'। সর্বশেষ চরকিতে মুক্তি পেয়েছে 'পাতালঘর'।

অভিনয়ের বর্তমানে ব্যস্ততা নিয়ে ফারিয়া বলেন, 'পাতালঘর' এই বছর আমার পঞ্চম কন্টেন্ট। বছরের শুরুতে 'ভয়' মুক্তি পেয়েছে। কলকাতায় 'বিবাহ অভিযান-২', আমার গান 'বুঝি না তো তাই', ও 'পটাকা'। সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পাওয়ার কথা আছে। এছাড়া কলকাতায় 'রকস্টার' মুক্তি পাবে। আর কলকাতার নতুন একটি সিনেমা নিয়ে কথা চলছে।

এই ব্যস্ততার মধ্যে মন খারাপের ব্যাপারও আছে ফারিয়ার। আনন্দের সঙ্গে চলতি বছরটি তার জন্য বেদনারও। ভালো কাজ দিয়ে আলোচনায় আছেন, সেই সঙ্গে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবর রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হওয়ার পর বাগদান ভেঙে গেছে তার। তবে সেটি কাজের ব্যস্ততায় ঢেকে ফেলতে চেয়েছেন ফারিয়া। তিনি বলেন, 'প্রেম থেকে বাগদান হয় আমাদের। টানা ১০ বছরের সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ভেঙে গেছে। তার জন্য মন খারাপ তো আছেই। মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু সেই মন খারাপের সময়টা অন্যভাবে পার করার চেষ্টা করে যাচ্ছি আমি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে