সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দুই দেশে মুক্তি মোশাররফের 'হুব্বা'

তারার মেলা রিপোর্ট
  ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০

বলিউড সুপারস্টার শাহরুখ খানের জাওয়ান সিনেমার পর এবার ভারত ও বাংলাদেশে একইদিনে মুক্তি শক্তিমান অভিনেতা মোশাররফ করিম অভিনীত চলচ্চিত্র 'হুব্বা'। টলিউড নির্মাতা ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটি আগামী ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গে মুক্তির দিনই বাংলাদেশের দর্শকরা এটি দেখতে পাবে। বিষয়টি জানিয়েছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

কলকাতায় মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা 'হুব্বা'। যেখানে এই অভিনেতাকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। এটি নির্মিত হয়েছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে। এর আগে তিনি একই নির্মাতার 'ডিকশনারি'তে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। ইতোমধ্যেই 'হুব্বা' আমদানির বিষয়ে সিনেমাটির প্রযোজক ফেরদৌসুল হাসানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছেন লিপু। বিষয়টি প্রযোজক সমিতিতেও জানিয়ে রেখেছেন বলে মন্তব্য করেন তিনি। লিপু বললেন, ?আমাদের এখানে একইদিনে সিনেমা মুক্তি দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। ডেট পাওয়া যেন সোনার হরিণ। অনেক সময় দেখা যায়, বিদেশি সিনেমা মুক্তি পাচ্ছে জানার পর হঠাৎ একটা নামকাওয়াস্তে দেশি সিনেমা ডেট নিয়ে নেয়। মুক্তির ক্ষেত্রে আমদানি করা সিনেমার চেয়ে দেশি সিনেমার প্রাধান্য বেশি থাকে। ফলে আমাদের পিছিয়ে যেতে হয়। তখন বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তিনি আরও বলেন, এর আগে আমি সালমান খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান' একইদিনে মুক্তি দিতে চেয়েও পারিনি। পরে মুক্তি পাওয়ার কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই 'হুব্বা'র ক্ষেত্রে সেটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে চাই। এমনিতে মোশাররফ করিম বাংলাদেশের অভিনেতা। তার জনপ্রিয়তা আকাশচুম্বী। যদিও একইদিনে সিনেমাটি মুক্তি দিতে পারি তাহলে ভালো ব্যবসা করবে।

'হুব্বা'তে মোশাররফ করিম ছাড়াও আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে