রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সঙ্গীত ঐশ্বর্যে আলোকিত বাপ্পা

শুভাশিস মজুমদার বাপ্পা। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের মেধাবী মুখ। তিনি এই অঙ্গনে বাপ্পা মজুমদার নামেই সমধিক পরিচিত। ঐতিহ্যবাহী মজুমদার পরিবারের সন্তান বাপ্পা মজুমদার। তার বাবা ওস্তাদ বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদারও খ্যাতিমান শিল্পী ছিলেন। পরিবারের ঐতিহ্যের পাশাপাশি নিজমেধা ও সঙ্গীত ঐশ্বর্যের আলোয় আলোকিত শিল্পী বাপ্পা, নিজ গায়কির পাশাপাশি নতুন নতুন মৌলিক সুর সৃষ্টি এবং সঙ্গীত পরিচালনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধিতে ভূমিকা রেখেছেন। চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবেও বেশ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন বাপ্পা। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ওপার বাংলার টেলিসিনে অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননাও অর্জন তার প্রাপ্তির খাতায় যুক্ত হয়েছে। তাকে নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন সাজু আহমেদ
নতুনধারা
  ১৬ নভেম্বর ২০২৩, ০০:০০

কণ্ঠ ও সুরের জাদুতে বাপ্পা মুগ্ধ করেছে গান পিপাসুদের। এই সঙ্গীত শিল্পী মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। প্রয়াত সাংবাদিক ও সঙ্গীতশিল্পী সঞ্জীব চৌধুরীর সঙ্গে বাপ্পা গড়ে তোলেন ব্যান্ড দল 'দলছুট'। সঞ্জীবের মৃতু্যর পর নিজেই দলছুটের হাল ধরেন। ব্যান্ড এবং নিজের পাশাপাশি তিনি অন্য শিল্পীদের জন্যও গান লিখেছেন। বাংলাদেশের আরেক বিখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর সঙ্গে একটি গানের অ্যালবাম রেকর্ড এবং বিভিন্ন স্টেজ শো'তে পরিবেশন করেন- যার সাফল্য বাংলাদেশের পূর্বের সব রেকর্ড ভেঙেছে। শিল্পীসত্তার বাইরে অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও পরিচিতি আছে তার। সঙ্গীতবিষয়ক একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তার প্রথম একক অ্যালবাম 'সূর্যস্নানে চল' ২০০৮ সালে, সপ্তম একক অ্যালবাম 'দিন বাড়ি যায়' ২০০৫ সালে 'এক মুঠো গান-২' ২০১০ সালে এবং ২০১৪ সালের ১৬ জুলাই প্রকাশ হয় তার দশম একক অ্যালবাম 'জানি না কোন মন্তরে'। সামিনা চৌধুরী, ফুয়াদ আল মুকতাদির, শায়ান চৌধুরী অর্ণব, মিলা ইসলাম, দিলশাদ নাহার কনা, এলিটা করিমসহ তিনি সমসাময়িক অন্যান্য সঙ্গীত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন বাপ্পা। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে 'পরী', 'দিন বাড়ি যায়', 'সূর্যস্নান', 'বায়েস্কোপ', 'রাতের ট্রেন', 'বাজি', 'লাভ-ক্ষতি', 'আমার চোখে জল', 'ছিল গান ছিল প্রাণ', 'কোথাও কেউ নেই' প্রভৃতি।

নিজের মৌলিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গান নিয়েও কাজ করেন বাপ্পা। 'সত্তা', 'লিডার : আমিই বাংলাদেশ','বীরকন্যা প্রীতিলতা', 'পায়ের ছাপ' প্রভৃতি চলচ্চিত্রের কাজ করেছেন। ২০১৯ সালে 'সত্তা' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তারপর দ্বিতীয়বারের মতো ২০২২ সালের '?পায়ের ছাপ' চলচ্চিত্রে গাওয়ার জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে যৌথভাবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বাপ্পা মজুমদার।

মঙ্গলবার দুপুর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করছিলেন বাপ্পা মজুমদার। কিন্তু এই সময়েই অনেকটা বেরসিকের মতো তার মুঠোফোনে হানা দেয় তারার মেলা। ওই সময় তার অনুভূতি ও উচ্ছ্বাসের সঙ্গে বাপ্পা মজুমদার বলেন, 'সত্যি বলতে যে কোনো পুরস্কার বা প্রাপ্তি নিঃসন্দেহে আনন্দের, আমিও আনন্দিত, ভীষণ ভালো লাগছে। তবে আনন্দ বা ভালো লাগার পাশাপাশি এসব অর্জন বা স্বীকৃতি আরও ভালো ভালো কাজের ক্ষেত্রে দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আমার বেলাতেও সেটাই ঘটেছে। আমি মনে করি, ভালো যে কোনো কাজের স্বীকৃতি দানের মাধ্যমে আমাকে আরও ভালো ভালো কাজের জন্য দায়িত্ববোধকে জাগ্রত করে। এই পুরস্কারের পর আমি চেষ্টা করব আরও ভালো ভালো কাজ করতে।'

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রায় প্রতিবছরই সমালোচনা হয়। এবারও হচ্ছে। এ বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, 'যে কোনো ভালো কাজের আলোচনা- সমালোচনা হয়। সুতরাং, এগুলো মাথায় নিয়েই আমাদের এগোতে হবে। বিষয়গুলো যারা দেখভাল করেন তাদের এগুলো খুবই সিরিয়াসভাবে নেয়া উচিত। যাতে যতটা সম্ভব এ সমালোচনার ঊর্ধ্বে উঠে কাজটাকে সুন্দরভাবে সম্পন্ন করা যায়।'

প্রসঙ্গ পাল্টিয়ে সঙ্গীতাঙ্গনে নতুনদের কাজের ক্ষেত্র নিয়ে আলাপও হয় কিছুক্ষণ। এ বিষয়ে বাপ্পার ভাষ্য, 'এই প্রজন্মের শিল্পীরা খুব ভালো কাজ করছেন। ভালো গান হচ্ছে- তবে দেশের সামগ্রিক ঐতিহ্যবাহী সংস্কৃতির কথা ভেবে আমাদের আরও সচেতন থেকে কাজ করতে হবে। অনেক ভালো গান হচ্ছে। সমস্যা হচ্ছে, এই ভালো গানের বিপরীতে এত অসংখ্য, অশ্রাব্য, অগ্রহণযোগ্য গান, কাজ, কনটেন্ট আসছে যে এগুলো এসব ভালো গানকে ছাপিয়ে যাচ্ছে! ভালো গানকে ওসব কনটেন্ট সামনে আসতে দিচ্ছে না। সেটার বিরুদ্ধে একমাত্র যুদ্ধ হচ্ছে, প্রতিষ্ঠিত ও ভালো মানের শিল্পীদের বেশি বেশি গান করা। বিষয়টি চ্যালেঞ্জিং হলেও এটা সবার বিবেচনার মধ্যে আনাটা জরুরি।'

সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রক্ত গরম করা 'কারার ঐ লৌহ কপাট' গানটির সুর বিকৃতি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে নজরুলের এই গানটিকে বিকৃতি করার জন্য বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সরকারিভাবে প্রতিবাদ করারও দাবি করেছেন কোনো কোনো শিল্পী। এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, আমার মনে হয় না এটা সরকারিভাবে প্রতিবাদ করার কিছু আছে। এটা একান্তই শিল্পীদের ব্যাপার। তাদেরই এ বিষয়ে সোচ্চার হওয়া উচিত। ইতোমধ্যে তারা তার হয়েছেনও। সামগ্রিকভাবে এটার একটা বিহিত হওয়া দরকার। বাপ্পা মজুমদার বলেন, 'আমার মনে হয় এই ঘটনার পেছনে কোনো ঘটনা আছে। যে কারণে এত বিখ্যাত একটি গান নিয়ে এ আর রহমানের মতো মানুষ কাজ করলেন, যে কাজটি মোটেও ঠিক হয়নি। মানুষ সমালোচনা করছেন তিনি এ নিয়ে মুখ খুলছেন না। আমার মনে হয়, এর পেছনে কোনো রহস্য আছে। তবে বিষয়টি আমার ভালো লাগেনি বিধায় আমিও এই বিষয়টির প্রতিবাদ জানাই।'

নিজের সঙ্গীতের নতুন কাজ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন ব্যান্ড দলছুটের জন্য নতুন গান করছি। এছাড়া টুকটাক কিছু কাজ হাতে আছে সেগুলোর কাজেও ব্যস্ততা আছে। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসাবে বাপ্পা বলেন, তার জীবনে কোনো অপ্রাপ্তি নেই। সৃষ্টিকর্তা তাকে অনেক দিয়েছেন। গান নিয়ে মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছেন, এক জীবনে এরচেয়ে আর বেশি কিছু চাওয়ার নেই তার। তাই আজীবন গান নিয়েই থাকতে চান তিনি। ব্যক্তিগত জীবনে বাপ্পা ২০০৮ সালের ২১ মার্চ বাংলাদেশি মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনীকে বিয়ে করেন। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তিনি অভিনেত্রী তানিয়া হোসেনকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। গানের পাশাপাশি এই নিয়ে তাদের সংসার।

বাপ্পা মজুমদারের জন্ম ১৯৭২ সালে। তার বাবা-মা দুজনই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হওয়ায় তাকে বাড়ির বাইরে গান শিখতে যেতে হয়নি। বড় ভাই পার্থ মজুমদারের ছোটবেলায় গিটার বাজানো শিখেছেন। পরবর্তীকালে, সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদারের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান মণিহার সঙ্গীত একাডেমিতে শাস্ত্রীয় সঙ্গীতের ওপর পাঁচ বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেন। সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৯৫ সালে তার প্রথম অ্যালবাম 'তখন ভোর বেলা' প্রকাশের মাধ্যমে। এরপর থেকে তিনি এযাবত তার ১০টি একক স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন। ২০০-এর বেশি অ্যালবামের জন্য গান করেছেন তিনি। প্রাথমিক সঙ্গীত জীবনে তিনি প্রায় বিখ্যাত সঙ্গীত শিল্পীদের সঙ্গে গান গেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে