সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শুভর নতুন মিশন

তারার মেলা রিপোর্ট
  ১৬ নভেম্বর ২০২৩, ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব : একটি জাতির রূপকার' মুক্তির পর যেন বাতাসে ভাসছেন ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হিরো আরিফিন শুভ। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন 'নীলচক্র' শিরোনামে নতুন সিনেমার। তিন দিন না যেতেই জানা গেল নতুন খবর, এবার না ঢাকা নয় কলকাতায় উড়াল দিচ্ছেন তিনি। কলকাতায় 'লহু' শিরোনামে এক ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এই সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ওটিটি কুইন সোহিনী সরকারকে। আর সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখার্জী। যিনি এর আগে 'কিশমিশ' ও 'দিলখুশ' নামে দুইটি সিনেমা পরিচালনা করেছেন। জানা গেছে, এই 'লহু' সিরিজ দিয়েই ভারতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ওটিটি পস্ন্যাটফর্ম চরকি। চলতি মাসে সিরিজটি শুটিং শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

২০২৩ সালটা আরিফিন শুভর জন্য অন্যরকম আশীর্বাদের। সিনেমা হল এবং ওটিটিতে সমানভাবে দাঁপিয়েছেন তিনি। ভারতে চরকির কনটেন্টে কাজ করা নিয়ে আরিফিন শুভ বলেন, অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। সেটা শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যও এক্সসাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে। তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আর সর্বোপরি আমার দর্শকের ভালোবাসা, দোয়া ও সাপোর্টের জন্য এত কিছু; তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে