শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেলফ কেয়ার অ্যাপ ব্যবহারে শীর্ষে রবি

যাযাদি ডেস্ক
  ১৫ মে ২০২৩, ১৫:৫৩

টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার সেলফ কেয়ার অ্যাপ (মাই রবি) ব্যবহারকারী নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিক শেষ করলো রবি। এছাড়া মোট রিচার্জের ৪১ দশমিক ৬ শতাংশ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হওয়ায় কোম্পানিটির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটরটি।

রোববার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবির মোট গ্রাহকের ৫৮ শতাংশই স্মার্টফোন ব্যবহার করছেন, যেখানে টেলিযোগাযোগ খাতে স্মার্টফোন ব্যবহারকারীর গড় সংখ্যা ৫০ শতাংশ। অন্যদিকে রবির ৪৫ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী কোম্পানির সেলফ কেয়ার অ্যাপ মাই রবি এবং মাই এয়ারটেল ব্যবহার করছেন।

মোট গ্রাহকের ৫৫ দশমিক ৪ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ২০২৩ সালেও ফোরজি সেবায় শীর্ষস্থান ধরে রেখেছে রবি। এ বছরের প্রথম প্রান্তিকে রবি ১৫ হাজার ৮৪৪টি ফোরজি সাইট দিয়ে ৯৮ দশমিক ৪ শতাংশ গ্রাহকের জন্য ফোরজি কভারেজ নিশ্চিত করেছে।

ডাটা ব্যবহারকারীর পরিপ্রেক্ষিতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির গ্রাহকের প্রায় ৭৬ শতাংশই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী। এ সময় রবির ডাটা ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ৬ দশমিক ২৩ জিবি ডাটা ব্যবহার করেছেন।

বছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত লোকসান এবং উচ্চ কর, বিশেষ করে ২ শতাংশ ন্যূনতম করপোরেট করের কারণে কর পরবর্তী মুনাফায় (পিএটি) ডিজিটাল কোম্পানি হিসেবে রবির পিএটি’র পরিমাণ ৪২ কোটি টাকা।

রবির ডিজিটাল রূপান্তর সম্পর্কে কোম্পানির সিইও রাজীব শেঠি বলেন, ‘সর্বোচ্চ সেলফ কেয়ার অ্যাপ ব্যবহারকারী এবং টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ ফোরজি গ্রাহক এবং ডাটা ব্যবহারকারীর হার ডিজিটাল ভবিষ্যত তৈরিতে রবির নেতৃত্বরই প্রতিফলন।’

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে