সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সংকটের মধ্যেই সাইবার হামলার শঙ্কা, বন্ধ ডিএসইর ওয়েবসাইট 

যাযাদি ডেস্ক
  ২৭ জুলাই ২০২৪, ২০:০৯
ছবি-সংগৃহিত

সাইবার হামলার ঝুঁকি থাকায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) ভোর থেকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।

ডিএসই জানিয়েছেন, শুধু ডিএসই নয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাইট ও বন্ধ। একই নির্দেশনা তাদেরকেও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ২টার পর থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত কাজ করে বন্ধ রাখা হয়েছে। বলা আছে শুক্রবার, শনিবার থ্রেট।

জানা যায়, সাইবার হামলার ঝুঁকি থাকায় সাইটটি বন্ধ রাখা হয়েছে। সাইবার থ্রেট আসছে।

সার্ট বলছে, বাংলাদেশের একাধিক ওয়েব এপ্লিকেশন এবং ডেটাবেজসমূহে সাইবার আক্রমণের অস্বাভাবিক ক্রমবর্ধমান হার লক্ষ্য করা গেছে।

হ্যাকারগ্রুপসমূহের কার্যক্রম পর্যালোচনা দেখা গেছে এদের মূল লক্ষ্যবস্তু সরকারী ওয়েব এপ্লিকেশনগুলোর ক্ষতিসাধন, গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং সেবা বিঘ্নিত করার অপচেষ্টা। এমতাবস্থায় সরকারের সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।

এ লক্ষ্যে সার্ট সকল সংস্থাকে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা, প্রয়োজনীয় প্যাচ আপডেট করা, সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা এবং স্বার্বিকভাবে আইটি পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে