ভারতের শুভাংশু শুক্লা বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন অ্যাক্সিওম-৪ মিশনের অধীনে। তিনি ড্রাগন ক্যাপসুলে ঘুমাচ্ছেন। জানুন তাঁর ঘুমের জায়গা ও মহাকাশ জীবনের অভিজ্ঞতা।
ভারতের গর্বের মুহূর্ত তৈরি করেছেন শুভাংশু শুক্লা। অ্যাক্সিওম স্পেসের Axiom-4 (Ax-4) মিশনের অংশ হিসেবে তিনি এখন আছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS)। এটাই প্রথমবার, কোনও বেসরকারি মিশনের মাধ্যমে এক ভারতীয় মহাকাশে পা রেখেছেন। তবে শুধুমাত্র মহাকাশে যাওয়াই নয়, ISS-এর ভিতরে কেমন জীবনযাপন করছেন শুভাংশু, তিনি কোথায় ঘুমাচ্ছেন, এসব প্রশ্ন এখন সবার মনে।
কে এই শুভাংশু শুক্লা?
শুভাংশু শুক্লা, যিনি শ্যাকস (Shax) নামেও পরিচিত, একজন অভিজ্ঞ এয়ারফোর্স পাইলট ছিলেন। মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ তাঁকে এই ব্যতিক্রমী অভিযানে নিয়ে এসেছে। Ax-4 মিশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন অন্য তিন নভোচারী পেগি হুইটসন (প্রাক্তন NASA কমান্ডার), ইউক্রেনের স্লাভোএস উজানস্কি ও হাঙ্গেরির টিবর কাপুরের সঙ্গে।
কোথায় ঘুমাচ্ছেন শুভাংশু শুক্লা?
মহাকাশে ঘুমানো মোটেই সহজ বিষয় নয়। পৃথিবীতে আমরা বিছানায় শুয়ে ঘুমাই, কিন্তু মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকায় নভোচারীরা ভেসে থাকেন। তাই তাঁদের নিরাপদে ঘুমনোর জন্য নির্দিষ্ট স্থান ও ব্যবস্থা থাকে। অ্যাক্সিওম-৪ টিমের সদস্যদের ঘুমের জায়গাগুলি হল:
পেগি হুইটসন: ISS-এর এয়ারলকে (Airlock) ঘুমাচ্ছেন।
শুভাংশু শুক্লা: স্পেসএক্স-এর Crew Dragon ক্যাপসুলে ঘুমাচ্ছেন।
স্লাভোএস উজানস্কি: ইউরোপীয় ইউনিট, কলম্বাস মডিউলে ঘুমাচ্ছেন।
টিবর কাপু: জাপানি এক্সপেরিমেন্ট মডিউল (JEM)-এ ঘুমাচ্ছেন।
Crew Dragon, যা মূলত তাঁদের ISS-এ পৌঁছানোর যান, সেটিকেই একটি অস্থায়ী শোবার ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর অভ্যন্তরেই শুয়ে থাকার বদলে, তাঁরা ঘুমের ব্যাগে নিজেকে বেঁধে রেখে ঘুমান। এতে তারা যেন ঘুরে বেড়িয়ে কোনও জিনিসে ধাক্কা না খান বা নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটা নিশ্চিত করেন।
কীভাবে কাটছে দিন?
মহাকাশে দিনের রুটিন খুবই ব্যস্ত ও পরিকল্পনামাফিক হয়। শুভাংশু শুক্লা-সহ Ax-4 দলের সদস্যরা এখন ISS-এর Expedition 73 দলের সঙ্গে মিলিত হয়ে যৌথভাবে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে—
মাইক্রোগ্রাভিটিতে শরীরের আচরণ নিয়ে গবেষণা
চোখের পরীক্ষা
শরীরচর্চার ডাটা সংগ্রহ
চাঁদের ছবি তোলা
স্টেশনের জরুরি প্রোটোকল শিখে নেওয়া
ISS-এর দীর্ঘমেয়াদী সদস্য NASA-র ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান ম্যাকলেন Ax-4 দলের সবাইকে মহাকাশ স্টেশন ব্যবস্থাপনা, পণ্যের স্থানান্তর এবং জরুরি পরিকল্পনার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।
শুভাংশুর অভিজ্ঞতা কেমন?
শুভাংশু শুক্লার অভিজ্ঞতা এক কথায় অনন্য। তিনি জানিয়েছেন, শূন্য মাধ্যাকর্ষণে কাজ করা যেমন চ্যালেঞ্জিং, তেমনই অসাধারণ। Earth-এর ভিউ যখন চোখের সামনে আসে, তখন মনে হয়, এটাই জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। এই অনুভব তিনি 'ভারতের, মানবজাতির' বলে ব্যাখ্যা করেছেন।
পেগি হুইটসন কী বললেন?
Ax-4 দলের অভিজ্ঞ নভোচারী পেগি হুইটসন সম্প্রতি Earth-এর একটি ছবি শেয়ার করেছেন টুইটারে। তিনি লিখেছেন, 'I missed this view!' অর্থাৎ, 'আমি এই দৃশ্যটিকে খুব মিস করছিলাম।' তাঁর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, নীল গ্রহ পৃথিবী মহাশূন্যে ঝলমল করছে।